জেলা 

গুমানী দেওয়ান স্মৃতি সম্মাননা পাচ্ছেন কবি-সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন 

শেয়ার করুন

কলকাতা প্রতিনিধি:মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির সবুজ বার্তা পত্রিকা আয়োজিত তৃতীয় সাগরদীঘি সাহিত্য উৎসবে গুমানী দেওয়ান স্মৃতি সম্মাননা পুরস্কার পাচ্ছেন কলাতার দৈনিক কালান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক, কবি, লেখক ও গবেষক মোহাম্মদ সাদউদ্দিন ।

এছাড়া আরো ৭জন ঐ সম্মাননা পাচ্ছেন । এঁরা হলেন মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ ড: কমলকৃষ্ণ সরকার,বিমান হাজরা, মাইনুদ্দিন সেখ, , শচীন পাল, মহম্মদ আব্দুর রউফ, রবীন দত্ত ও ইফতিকার আলম। মোট ৮ জন। ১ ডিসেম্বর তৃতীয় সাগরদীঘি সাহিত্য উৎসবে সবুজ বার্তা পত্রিকা ও উৎসব কমিটির পক্ষে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে উৎসব কমিটির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ ও সভাপতি মজিবর রহমান এ খবর জানান।

Advertisement

তাঁরা বলেন, সবে তৃতীয়বারে পড়েছে এই সাহিত্য -সংস্কৃতি বিষয়ক কার্যক্রম। উৎসবের উদ্বোধক অধ্যক্ষ ড: কমলকৃষ্ণ সরকার, প্রধান অতিথি কবি-সাহিত্যিক-লেখক-সাংবাদিক-গবেষক মোহাম্মদ সাদউদ্দিন । উৎসবে সম্মানিত অতিথি হিসাবে থাকবেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সাগরদীঘির বিধায়ক মহম্মদ বায়রন বিশ্বাস। থাকবেন স্হানীয় ও বহিরাগত বিশিষ্ট জন। ওই দিন সকাল সাড়ে দশটা নাগাদ অনুষ্ঠান শুরু হবে সাগরদীঘি ব্লক কমিউনিটি হলে। আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীত, বৃক্ষ রোপণ ও বৃক্ষচারা বিতরণের মাধ্যমে উৎসবকে ফুটিয়ে তোলা হবে। সারাদিন ধরেই চলবে এই উৎসব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ