ভারতে গ্রেফতার হতে পারেন গৌতম আদানিরা!
বিশেষ প্রতিনিধি : ঘুষকাণ্ডে মার্কিন আদালতে অভিযুক্ত গৌতম আদানিকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের আদালত। আদানি ও তাঁর সহযোগী ছয়জন বর্তমানে ভারতে আছেন। তবে আমেরিকা চাইলে গ্রেফতার এই দেশের হতে পারে। ভারত মার্কিন বন্দী মুক্তি চুক্তি অনুযায়ী মার্কিন সরকার চাইলেই ভারত সরকারের কাছে গৌতম আদানি সহ ছয় জনকে গ্রেফতার করার জন্য অনুরোধ করতে পারে। চুক্তি অনুযায়ী এই ধরনের অনুরোধ মানতে বাধ্য হবে ভারত সরকার।
সরকারি সূত্র বলছে, গ্রেফতারি নিয়ে দ্রুত পদক্ষেপ করার সম্ভাবনা কম। আদালতের নির্দেশের জারির পর মার্কিন পুলিশকে লম্বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু একপর্যায়ে মার্কিন প্রশাসন আদালত মারফত ভারত সরকারকে বলতে পারে অভিযুক্তকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে। ২০১০ সালের ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হতে পারে।
একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে মার্কিন আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাবাসের সাজা হতে পারে। সঙ্গে আর্থিক জরিমানা।
ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, এক বছর বা তার কম সময়ের কারাবাসের সাজা হলে দোষী ব্যক্তিকে নিজের দেশের জেলেই রাখা যাবে।
তবে আদানির বিষয়ে ভারত সরকার কী করবে এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পর বরাত পাওয়ার অভিযোগে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির অভিযোগ সামনে আসার পর থেকে রাজনৈতিক বিতর্ক চরমে উঠলেও ভারত সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি। পাঁচ দিনের বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে এসেছেন। তিনি মুখ খোলেন কিনা সেটাই দেখার।