কলকাতা 

জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বাজারে বাজারে হানা টাস্ক ফোর্স এর

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পুজোর আগে থেকেই বাংলায় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। রসুনের দাম গিয়ে থেকেছে ৪০০ টাকা পেঁয়াজের দাম সেঞ্চুরির পথে, আনাজ পাতির দামও আকাশ ছুঁয়েছে এই অবস্থায় মধ্যবিত্ত সমাজের যখন। নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সকাল থেকে বাজার গুলিতে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা।

এবার আনাজপত্রের দাম কমাতেই মঙ্গলবার সাতসকালে মানিকতলা বাজার ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

Advertisement

মানিকতলা বাজার মধ্য ও উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ মার্কেট। এদিন বাজারে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। সাধারণ মানুষের যাতে সুবিধা হয় এমন দাম রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রতি বছরই উৎসবের মরসুম শেষ হতেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ব্যবসায়ীদের এই পদক্ষেপের বিরোধী। দাম নাগালে রাখতে সে কারণেই এদিন সকালে মানিকতলা বাজারে হানা দিলেন টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ