অনুসন্ধানের উদ্যোগে প্রাথমিক শিক্ষা নিয়ে আলোচনা: শিশু পড়ুয়াদের চিন্তাভাবনা উৎসাহ উদ্ভাবনী শক্তি বাড়বে কীভাবে
নিজস্ব প্রতিবেদন : শিশু-শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে অনুসন্ধান সোসাইটি উদ্যোগ নিয়েছে পাঁচ পর্বের অনলাইন সিরিজ-কথোপকথন। রবিবার ১৭ নভেম্বর ছিল এই সিরিজের প্রথম পর্ব। এদিনের আলোচনা পর্বে অংশ নিয়েছিলেন তিন শিক্ষা বিশেষজ্ঞ – দীপঙ্কর সরকার, অধ্যাপিকা ডঃ চৈতালি দত্ত এবং অধ্যক্ষ ডঃ দেবব্রত মজুমদার। তাঁদের বলার বিষয়বস্তু ছিল, প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের চিন্তা-দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বাড়ানোর উপায় এবং তাদের জন্য শেখার শৈলী নির্মাণ।
তাঁরা বলেন, প্রাথমিক প্রাক-প্রাথমিক পর্যায়ের পড়ুয়ারা ফুলের পাপড়ির মতো। ওরা বিকশিত হতে চায়, নিজেকে মেলে ধরতে চায়। কেবলমাত্র সুযোগ করে দিতে হবে আমাদের। এটাই আমাদের দায়িত্ব। নিরবচ্ছিন্ন নজরদারির মধ্যে রেখে ওদের যথাযথ প্রস্ফুটনের পরিবেশ করে দিলে বাগান সুশোভিত হবে ফুলে-ফলে। অবশ্য এর জন্য প্রয়োজন ধৈর্য সহকারে ওদের কথা শোনা, ওদের প্রয়োজন বুঝতে পারার চেষ্টা করা এবং তা পূরণ হচ্ছে কিনা সেদিকে যত্নবান হওয়া। শাস্তি দেওয়ার নামে ব্যঙ্গ বিদ্রুপ করা অত্যন্ত গর্হিত কাজ, এতে অনেক শিশুর জীবন নষ্ট হয়ে যেতে পারে। এরকম কাজ থেকে শত হস্ত দূরে থাকতে হবে প্রতিটি শিক্ষককে।
শিক্ষকের গুণাগুণ আলোচনার মাঝে ভালো বইয়ের অপ্রতুলতার কথাও আলোচিত হয় এদিন। চিরাচরিত প্রথা ভেঙ্গে নতুন ভাবে বইপত্রের ভাবনা আমরা ভাবতে পারিনি, যার ফল ভোগ করছে প্রজন্মের পর প্রজন্ম শিশুরা। পাঠ্য বই তাদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। অ-এ অজগর আসছে তেড়ে, পড়তে হচ্ছে। সত্যিই কী শিশুরা অজগর সাপ দেখে ? একেবারেই না, ফলে এটা তাদেরকে অনুমান করে মুখস্ত করে নিতে হচ্ছে। এখান থেকেই কিছুটা শুরু হচ্ছে শিশুদের যুক্তিনির্ভরতা থেকে মুখস্থ নির্ভরশীলতা।
এই দিনের আয়োজনে ছোটবেলার লেখাপড়া কেমন ছিল, সেরা শিক্ষকদের আচার-আচরণ যে ভাবে মনে গেঁথে গেছে, তাঁদের এক একটা কথা সারা জীবন ভোলা যাবে না, এ সমস্ত ঘটনার স্মৃতি রোমন্থন করেন তরুণ শিক্ষক অর্পণ বন্দোপাধ্যায়, আকাশবাণী কলকাতার কর্মী ও গণিতে স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী নাফিসা ইসমাত।
অনুষ্ঠানের শেষ লগ্নে বেশ কিছু প্রশ্ন আসে। শিশুদের জন্য আদর্শ বই কেমন হবে, সিলেবাস, কারিকুলাম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাপনা, শিক্ষক শিক্ষিকাদের আদর্শ আচরণ কেমন হওয়া উচিত।
এ সমস্ত প্রশ্ন এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী পর্বের আলোচনায় অংশ নেয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানান অনুসন্ধান সোসাইটির চিফ অ্যাডভাইজার বিজ্ঞানী মতিয়ার রহমান খান। আগামী শনিবার ২৩ নভেম্বর দ্বিতীয় পর্বের অনলাইন অনুষ্ঠান হতে চলেছে বলে জানিয়েছেন অনুসন্ধান সোসাইটি সম্পাদক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। কথোপকথনের বিষয় হবে – বাংলা বর্ণ এবং শব্দের উচ্চারণ, বানান ও ব্যবহার। বাংলা ভাষা ও সাহিত্যের দিকপাল শিক্ষক ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিতরা অংশগ্রহণ করবেন এবারের অনুষ্ঠানে বলে জানিয়েছেন সঞ্চালক নায়ীমুল হক।