ট্যাবের টাকা যারা আত্মসাৎ করেছে তাদের গুলি করে মারার নিদান দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী!
বিশেষ প্রতিনিধি : এবার গুলি করে মারার নিদান দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। কাকে মারার নির্দেশ দিলেন জানেন? যারা ট্যাব কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন তাদেরকে মারার নির্দেশ দিয়েছেন! তাঁর কথায়, ‘যারা সরকারের বদনাম করে ছাত্রদের প্রতারিত করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’
তাঁর প্রশ্ন, ‘তৃণমূলের লোকেরা এই টাকা বিলি করে না। তাহলে কেলেঙ্কারিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকি অফিসাররা জড়িত? কারা এটা করল? তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত। জড়িতদের গুলি করে মারা উচিত।’
প্রসঙ্গত, এদিন কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দর থেকে ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আঙুল তোলেন ভিনরাজ্যের হ্যাকারদের দিকে। তবে তদন্তে প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, টাকা যারা পায়নি তাদের টাকা দেবে রাজ্য।