দেশ 

অপরাধকে প্রশ্রয় দেবেন না, জেলবন্দি লরেন্স বিশ্নোইয়ের সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে সরকারকে ভর্ৎসনা করল হাই কোর্ট

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয় কিভাবে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন তা নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল। একইসঙ্গে নির্বিঘ্নে এই গ্যাংস্টারকে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য জেল আধিকারিক এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশের পরেও সম্প্রতি মুম্বাইয়ে বাবার সিদ্দিকী খুন হয়ে যাওয়ার পর ওই সাক্ষাৎকার পুনরায় সম্প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে উষ্মা প্রকাশ করলেন হাইকোর্টের দুই বিচারপতি

২০২৪-এর অগস্টে জেলবন্দি লরেন্সের সাক্ষাৎকারে সাহায্যকারী সিনিয়র আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। সেই নির্দেশ না মানায় বুধবার সরকারকেই দুষেছে আদালত। প্রসঙ্গত, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি-খুনে বিশ্নোই-যোগের জল্পনার পর থেকেই লরেন্সের পুরনো ওই সাক্ষাৎকারের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়োর দর্শকসংখ্যা ১ কোটি ২০ লক্ষও ছাড়িয়ে যায়। সোমবারই ওই ভিডিয়োর উপর আরও এক বার নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আদালতের মতে, সাক্ষাৎকারটি ছড়িয়ে পড়তে দেওয়া মানে ‘অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়া’।

Advertisement

সাক্ষাৎকারটির বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, ভিডিয়োটি শুধু আপত্তিকরই নয়, বরং সমাজের জন্য ক্ষতিকারকও। এর আগে গত ডিসেম্বরেও সমাজমাধ্যম থেকে ওই ভিডিয়োর সমস্ত অনুলিপি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। তা সত্ত্বেও কী ভাবে ফের ওই ভিডিয়োগুলি প্রকাশ্যে এল, তা নিয়ে বিরক্ত হাই কোর্ট। পাশাপাশি, জেলে গিয়ে লরেন্সের সাক্ষাৎকার নেওয়ার ওই ঘটনায় জেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতিরা।

আদালতের নির্দেশ মেনে গত সপ্তাহেই সাত জন আধিকারিককে চিহ্নিত করে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে পাঁচ জনই অধস্তন কর্মচারী। বুধবার হাই কোর্টে বিচারপতি অনুপিন্দর সিংহ এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের পর্যবেক্ষণ, সাক্ষাৎকার রেকর্ড করার জন্য কুখ্যাত অপরাধীকে ব্যবহার করার অনুমতি দিয়েছে পুলিশ। সেই সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার জন্য একটি স্টুডিয়ো এবং বৈদ্যুতিন যন্ত্রও সরবরাহ করা হয়েছে, যা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়ারই শামিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ