কলকাতা 

কর্ম বিরতি তুলে নিয়ে বিকল্প পথে আন্দোলনের পরামর্শ সিনিয়র চিকিৎসকদের!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের যে কর্ম বিরতি চলছে তা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন সিনিয়ার চিকিৎসকদের একাংশ। তাদের মতে পূর্ণ কর্ম বিরতি তুলে নিয়ে আন্দোলনের বিকল্প খুঁজতে হবে এবং রোগীদের সেবায় জুনিয়র চিকিৎসকদের নিয়োজিত থাকা উচিত । একই সঙ্গে অবশ্য সিনিয়র চিকিৎসকরা দাবি করেছেন তাদের এই বক্তব্য চাপিয়ে দেয়া হচ্ছে না জুনিয়র চিকিৎসকরা তাদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত জানাতে পারেন।

আজ বৃহস্পতিবার আরজি কর মেডিকেল কলেজের অডিটোরিয়ামে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় একথায় প্রতিধ্বনিত হয়েছে বলে জানা গেছে। আসলে জুনিয়র চিকিৎসকদের একটা অংশ পূর্ণ কর্ম বিরতির বিপক্ষে মত প্রকাশ করেছেন। তারা মনে করছেন এইভাবে কর্মবিরতি চালালে তাতে জনমত তাদের বিপক্ষে চলে যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জিবির বৈঠকেও এই কথা আলোচনা হয়েছিল বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার আরজিকর মেডিকেল কলেজের অডিটোরিয়ামে যে আলোচনা হয় সেখানে একথায় উঠে এসেছে। এই অবস্থায় মনে করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে পূর্ণ কর্মবিরতি তুলে নেয়া হবে।

Advertisement

জুনিয়র ডাক্তারদের বৈঠক থেকে বার হয়ে আরজি করের এক সিনিয়র ডাক্তার তাপস প্রামাণিক জানালেন, কর্মবিরতি তুলে নিয়ে যদি অন্য কোনও ভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যায়, সেই বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, সেটি পুরোপুরি জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বলে জানান তিনি।কর্মবিরতি যাতে অন্তত আংশিক প্রত্যাহার করা হয়, সেই পরামর্শও দিয়েছেন সিনিয়রদের কেউ কেউ। রোগীস্বার্থের কথা বিবেচনা করে যাতে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি কিছুটা শিথিল করেন, সেই প্রস্তাব দিয়েছেন তাঁরা। সিনিয়র চিকিৎসক মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়ের কথায়, রোগী পরিষেবা যতটা সম্ভব সচল রাখার চেষ্টা করছেন সিনিয়রেরা। কিন্তু সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের সাহায্য ছাড়া বিপুল রোগীর চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে সিনিয়র ডাক্তারদের।

সিনিয়র চিকিৎসকদের এই পরামর্শের পর জুনিয়র চিকিৎসকরা কোন পথে হাটে? সেটাই এখন দেখার বিষয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ