কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

তিলোত্তমা / আরেফা গোলদার 

শেয়ার করুন

তিলোত্তমা

__________

আরেফা গোলদার 

তিলোত্তমা তোমার জন্য

Advertisement

রাত জাগছে শহর

বিচার চেয়ে দিকে দিকে

অপেক্ষার প্রহর।

মফঃস্বলে অজ গাঁয়ে

ধর্না নিরবধি

দুর্নীতির যুদ্ধটায়

তুমিই প্রতিনিধি।

আটপৌরে কর্পোরেট

মানচিত্র টপকে

ভিক্টোরিয়ার পরীও আজ

তোমার জন্য থমকে।

লক্ষ কোটি অযুত স্বরে

ঝঞ্ঝা প্রলয় শেষে

আসুক এক নতুন সকাল

স্বচ্ছতায় মিশে।

যে মেয়েটা উঠছে বেড়ে

আগামীর ভোরে

পথ পেরোবে নির্ভয়ে

বদ্ধভূম ছেড়ে।

প্রাণশক্তি উজাড় করে

নিজেকে বিলিয়ে দিয়ে

পথ দেখলে তিলোত্তমা

ধ্রুবতারা হয়ে।

️আরেফা গোলদার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ