আগামীকাল বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালের সঙ্গে রাজ্যের বৈঠক স্থগিত! নেপথ্যে রহস্য?
বিশেষ প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে রাজ্য সরকার বৈঠক করার কথা ঘোষণা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেয়া হলো।বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবারের ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনও ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক আধিকারিক। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে খবর, বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে উদ্ভূত পরিস্থিতির কারণেই আপাতত বৃহস্পতিবারের ওই বৈঠক স্থগিত রাখা হয়েছে। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দিনক্ষণ এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, দু’দিন আগেই নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে বেসরকারি হাসপাতালগুলির একাংশের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি টালা থানার ওসিকে একাধিক বেসরকারি হাসপাতাল ভর্তি নিতে অস্বীকার করেছিল বলে অভিযোগ। সোমবার প্রশাসনিক বৈঠকে, কারও নাম না নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালগুলির ভূমিকায় বিরক্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “চারটি (বেসরকারি হাসপাতালের) নাম আমার কাছে রয়েছে। পুলিশের এক জন ওসি রোগী হিসাবে গিয়েছিলেন। তাঁকে ভর্তি নেওয়া হয়নি। এই হাসপাতালগুলির কথা আমাদের মনে রাখতে হবে।”
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরির আশঙ্কা করছে রাজ্য, সে দিক থেকে বৃহস্পতিবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বুধবার বিকেলে আচমকাই জানা যায়, বৃহস্পতিবারের ওই বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে এবং কবে ওই বৈঠক হবে সে বিষয়ে সরকারি ভাবে এখনই স্পষ্ট কিছু জানানো হয়নি।