মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সমস্যার হাল ফিরলো আগামী কাল থেকেই টলিউডে শুরু হবে শুটিং, কি বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান?
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হলো স্বস্তি ফিরলো টালিগঞ্জ পাড়ায়। বুধবার থেকেই শুরু হবে শুটিং। আজ মঙ্গলবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়-টেকনিশিয়ান সমস্যা মেটাতে নবান্নে পৌঁছেছিলেন প্রযোজক-পরিচালক-অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রযোজক-অভিনেতা দেব অধিকারী, পরিচালক গৌতম ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমাধানের ইঙ্গিত মিলল অবশেষে। এর পরেই মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, “দেখা হল, কথা হল, ভাল লাগল।”
ইতিমধ্যে দেবও এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘খুব শীঘ্রই সব কিছু মিটে যাবে। সন্ধ্যার মধ্যে সব ঠিক হয়ে যাবে। আশা করছি, বুধবার থেকেই শুরু হবে শুটিং। টেকনিশিয়ান, প্রযোজক থেকে সিনেমার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ।’’ সমাজমাধ্যমে দেবের এই ইতিবাচক বার্তা অনুযায়ীই সমাধানসূত্র মিলেছে।
মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরে আগামী কাল বুধবার থেকে টলিউডের ফের কাজের পরিবেশ ফিরে আসবে শুরু হবে শুটিং। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা সব মাধ্যমেই শুটিং শুরু হবে। তবে যাকে নিয়ে বিতর্কে সূত্রপাত সেই রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসাবে কাজ শুরু করবেন আরো সাত দিন পরে।।
দ্বিতীয়তঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি রিভিউ কমিটি গঠিত হয়েছে যারা খতিয়ে দেখবে টালিগঞ্জ পাড়ার সমস্যা গুলিকে। একইসঙ্গে ফেডারেশনের নতুন নিয়ম-কানুনা তৈরি করবে এই বিশেষ কমিটির। মূলত বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছে।
সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেন পরিচালকেরা। তার পর বিকেলে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিয়োয় সাংবাদিক বৈঠক করে ফেডারেশন। সন্ধ্যায় সেখানেই পাল্টা বৈঠকে বসে ডিরেক্টর্স গিল্ড। পরিচালকদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী-সহ অনেকেই।