দেশ 

নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে অভিনন্দন জানিয়ে মোদী বললেন উনি ইতিহাস তৈরি করেছেন, নিরপেক্ষতার পাঠ দিলেন রাহুল, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ওম বিড়লা স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পরেই তাকে অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অভিনন্দন জানানোর পাশাপাশি রাহুল এদিন সাংবিধানিক পরিধির মধ্যে নিরপেক্ষভাবে সভা পরিচালনা করার অনুরোধ করেন। রাহুল বলেন, ‘আমি আশা করব আপনি সংবিধানের পরিধির মধ্যে কাজ করবেন। আমি আশা করব, বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হবে। জাগ্রত বিরোধী কণ্ঠস্বর গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভাষণের আগে বিড়লার মুখোমুখি হয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন রাহুল। করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। তারপর প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা রীতি মেনে নব নির্বাচিত স্পিকারকে তাঁর আসনে বসিয়ে দিয়ে আসেন। এরপরই স্বাগত ভাষণে রাহুল দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত বিড়লাকে নিরপেক্ষতার পাঠ দেন।

Advertisement

তৃণমূলের তরফে নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে ভাষণ দেন লোকসভায় পার্টির নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর-এর প্রবীণ সাংসদ সুদীপ নতুন স্পিকারকে আগের সংসদে তাঁর ভূমিকার নানা ঘটনার উল্লেখ করে ভুল শুধরে নেওয়ার পরামর্শ দেন। আগের সংসদে বিড়লা শতাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন। সেই প্রসঙ্গ উত্থাপন করে সুদীপ জানিয়ে দেন, তাঁরা চান না এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হয়।

একাধিক বিরোধী সাংসদ ওম বিড়লার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। ওঠে আলোচনা ছাড়া বিল ও বাজেট পাশ করা নিয়েও। যদিও প্রধানমন্ত্রী মোদী শুরুতেই স্বাগত ভাষণে বিড়লার ভূয়সী প্রশংসা করে বলেন, আপনি করোনার সময়ও লোকসভার কাজকর্ম অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। একাধিক আইন পাশের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগের বার স্পিকার হিসাবে বিড়লাজি ইতিহাস রচনা করেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ