অস্ত্রোপচারের পর শারীরিক ভাবে ‘স্থিতিশীল’ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
বাংলার জনরব ডেস্ক : রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট অস্ত্রোপচার ভালো ভাবে হয়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি শারীরিক ভাবে ‘স্থিতিশীল’ রয়েছেন। এদিন সকালে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সেই ছোট অস্ত্রোপচার হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক জন প্লাস্টিক সার্জনের অধীনে ভর্তি রয়েছেন তিনি। তবে কী ধরনের অস্ত্রোপচার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্র বলছে, তাঁর পেটে অস্ত্রোপচার হয়েছে। রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। রবিবার দুপুর নাগাদ একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে ওই বেসরকারি হাসপাতাল। সেখানে জানায়, অভিষেক এখন ‘স্থিতিশীল’। তাঁর দ্রুত আরোগ্যও কামনা করা হয়েছে হাসপাতালের তরফে।
গত বুধবার অভিষেক সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, গত বছর এই সময় ‘নবজোয়ার যাত্রা’ করেছিলেন তিনি। এ বার চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন।