মাদ্রাসা শিক্ষা সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছে: আবু তাহের কামরুদ্দিন
বিশেষ প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছে। আর এই মাদ্রাসার শিক্ষার শুরু করেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম। এই মহান সাধকের উদ্যোগে যে শিক্ষা ব্যবস্থার শুরু হয়েছিল তা কয়েক দশকের মধ্যে সুদূর আরব থেকে ইউরোপে আলোর বার্তা ছড়িয়ে দিয়েছিল। আজ বুধবার কলকাতার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা বোর্ডের সভাপতি ড .আবু তাহের কামরুদ্দিন এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন হতাশ হলে চলবে না হীনমন্যতায় ভুগলে চলবে না মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন তা সাম্প্রতিক নিট ফলাফলে প্রমাণ করেছেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য একে ফারহাদ, এলাকার বিধায়ক আব্দুল খালেক মোল্লা, এলাকার কাউন্সিলর আবু তারিক, বটতলা আইনুল উলুম সিনিয়র মাদ্রাসার সুপার মুফতি আহমাদুল্লাহ প্রমুখ। এদিন কলকাতার জেলার হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয় এবং সম্মান জানানো হয়।