অন্যান্য কলকাতা 

প্রশান্ত কিশোরের উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া!

শেয়ার করুন

বুলবুল চৌধুরী : বাংলার মানুষের প্রতি উপর থেকে নিজ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার দায়ে তথাকথিত ভোট কুশলী এবং বিজেপির দালাল প্রশান্ত কিশোরের উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। কারণ তিনি কয়েকদিন ধরে বলে যাচ্ছিলেন বাংলায় নাকি বিজেপির গেরুয়া ঝড় উঠবে তাতে নাকি তৃণমূল কংগ্রেস বেসামাল হবে। তিনি নাকি বিশ্বের এক নম্বর ভোট কুশলী এবং ভোটের ভবিষ্যৎ বাণী দেবার ওস্তাদ মানুষ। তাই তিনি মনে করছেন বাংলার সাধারণ মানুষ নাকি বিজেপির প্রতি আস্থা রাখবে এখানে বিজেপির ঝড় উঠবে লোকসভা নির্বাচনের পরেই নাকি তার স্পষ্টভাবে ধরা পড়ে যাবে।

যখন এর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠছিল প্রশান্ত কিশোরের এই ধরনের বক্তব্যের বিরোধিতা করা হচ্ছিল তখন তিনি আবার নতুন করে বলতে শুরু করলেন ভোটের ফল ঘোষণার পর সবাই চুপ করে যাবেন। কিন্তু চৌঠা জুন ভোটের ফল ঘোষণার পর দেখা গেল পশ্চিমবাংলা থেকে কার্যত বিজেপি সিপিএমের মতোই শূন্যের কোটায় পৌঁছে যাবার জোগার হয়েছে। এরপরের বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না এই ভবিষ্যৎ বাণী আমরা করে রাখলাম। কারণ প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কথা বলার জন্য লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি এই কথাগুলো সেই সময় বলেছিলেন।।

Advertisement

তাই প্রশান্ত কিশোর এর মধ্যে বিন্দুমাত্র লজ্জা বোধ থাকলে তিনি প্রকাশ্যে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতেন। তিনি নিজেকে যত বড় ভোট কুশলী মনে করেন তত বড় ভোট কুশলী তিনি নন। তিনি কয়েকদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। কিন্তু সমস্যা হল সেই নীতীশ কুমার বিহারে সবচেয়ে ভালো ফল করেছে। আর নীতিশ কুমারের হাত ধরে বিজেপি ও খানিকটা ভালো ফল করতে পেরেছে। যে ভোট কুশলী সারাদেশে বিজেপির বিপর্যয় নিয়ে সামান্যতম আভাস দিতে পারেননি, সেই ভোট কুশলী আর যাই হোক এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে যে ধোঁকা দিয়েছেন এ নিয়ে কোন সন্দেহ নেই। প্রশান্ত কিশোরের কাছে আমাদের আবেদন বাংলার মানুষের ভাবাবেগ নিয়ে মিথ্যা প্রচার করার জন্য অবিলম্বে বাঙালি সমাজের কাছে ক্ষমা চান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ