কলকাতা 

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ২৭ ডিসেম্বর কাকদ্বীপ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : তিনি পারেন নিরপেক্ষ মন নিয়ে সব ধর্মের প্রতি উদার হয়ে কাজ করতে । একজন দক্ষ প্রশাসক হিসাবে শুধু নয় , মানবিক মুখ্যমন্ত্রী তিনি কাজ করে চলেছেন । ২১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ক্রিসমাস মেলার উদ্বোধন করছেন একই সঙ্গে আবার ২৭ ডিসেম্বর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি কাকদ্বীপ যাচ্ছেন । এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব । তাঁর উদার দৃষ্টিভঙ্গি এ রাজ্যের মানুষের কাছে তাঁকে আরও বেশি করে গ্রহণযোগ্য করে তুলেছে ।

বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখা ও আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা এবং কাজকর্ম সরেজমিনে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৭ ডিসেম্বর দক্ষিন চব্বিশ পরগনা যাচ্ছেন। ঐদিন তিনি কাকদ্বীপে জেলা প্রশাসনের শীর্ষকর্তা এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী নিজে একথা জানিয়েছেন।

Advertisement

আগামী ৭ থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত গঙ্গাসাগরে যে মেলা চলবে তার প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হবে। এর আগে মুখ্যমন্ত্রী তথা তৃনমূল কংগ্রেস সুপ্রীমো ২৬ তারিখে জেলার জয়নগর-মথুরাপুর-দক্ষিন বারাসত এলাকার মধ্যে প্রস্তাবিত একটি দলীয় সমাবেশে অংশ নেবেন। সম্প্রতি জয়নগরের বিধায়কের গাড়ীর উপরে হামলা ও গুলি করে তিন জনের মৃত্যুর ঘটনার জেরে দলীয় গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় লোকসভা নির্বাচনের আগে স্থানীয় নেতাদের তিনি এই নিয়ে কড়া বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। ২৮ তারিখে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আরও একটি সরকারি বৈঠকে অংশ নেবেন।


শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 1 =