দেশ 

সোনিয়ার হাতের পুতুল নন কিংবা মৌনী-মোহন নন , আত্মজীবনীতে নাম না করে মোদীকে তোপ মনমোহনের

শেয়ার করুন
  • 128
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে নিরবে কাজ করে গেছেন । কাজের প্রয়োজনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতাম , অপ্রয়োজনীয় কথা তনি বলেন বলে দাবি করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং । তাঁর লেখা বই ‘ চেঞ্জিং ইন্ডিয়া ‘ একাশিত হয়েছে গতকাল । সেই বইতে তিনি বলেছেন, আমি আমার মতে করে কাজ করেছি । দেশ শাসনে কেউ আমার উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি বলে ড. মনমোহন সিং ওই মন্তব্য করেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে  উত্তরসূরী নরেন্দ্র মোদীকে তেড়ে আক্রমণ শানাতে দেখা গেল তাঁকে। মোদীকে আক্রমণ করে মনমোহন বলেছেন, মানুষ বলে আমি নির্বাক প্রধানমন্ত্রী ছিলাম। আমার মনে হয় এই বইটি (তাঁর লেখা বই ‘চেঞ্জিং ইন্ডিয়া’) তা নিয়ে উত্তর দেবে। আমি এমন প্রধানমন্ত্রী ছিলাম না যিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ভয় পেত। আমি নিয়মিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতাম। বিদেশ সফরের আগে পরে প্রেস বৈঠক করতাম।
তাঁকে বিরোধীরা অনেকেই ‘মৌনী’মোহন, কেউ বলতেন সোনিয়া গান্ধীর হাতের পুতুল। তবে নিজের মতো করে দশ বছর দেশ সামলেছেন মনমোহন সিং।
নিজের বই ‘চেঞ্জিং ইন্ডিয়া’-র প্রকাশ অনুষ্ঠানে ছিলেন মনমোহন। অর্থনীতিবিদ হিসাবে তাঁর জীবনের অভিজ্ঞতা তাতে লেখা রয়েছে। এছাড়া কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দশ বছরের প্রধানমন্ত্রী থাকার অভিজ্ঞতা নিয়েও নানা আঙ্গিক ধরা রয়েছে বইয়ে।

 

 


শেয়ার করুন
  • 128
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + thirteen =