কলকাতা 

নিউটাউনের পাথরঘাটা থেকে শুরু করে রাজারহাটের বিভিন্ন এলাকায় নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশিতে ইডি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের সক্রিয় ইডি। শুক্রবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতা এবং শহর সংলগ্ন বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

নিউটাউনের পাথরঘাটা এলাকায় আবদুল আমিন নামের এক পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিয়েছেন ইডির পাঁচ আধিকারিক। সূত্রের খবর, এই শিক্ষক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।তল্লাশি চলছে রাজারহাট এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতেও। জানা গিয়েছে ওই ব্যক্তি জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত। এ ছাড়াও নাগেরবাজার এলাকায় এক হিসাবরক্ষকের বাড়িতেও তল্লাশি চলছে।

Advertisement

নাগেরবাজারে যে হিসাবরক্ষকের বাড়িতে ইডি হানা দিয়েছে, স্থানীয় সূত্রে খবর, এলাকায় তাঁর অনেকগুলি ফ্ল্যাট রয়েছে। ইডি সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তেই তাদের এই অভিযান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ