জেলা 

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ঘিরে উত্তরবঙ্গে ব্যাপক উদ্দীপনা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দুইদিন বিরতি নেওয়ার পর রাহুল গান্ধী আজ বিকেল থেকেই আবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন। রবিবার দুপুর নাগাদ তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ির যান। এখান থেকেই তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন।

অসম থেকে রাহুলের ‘ন্যায় যাত্রা’ দিন তিনেক আগে কোচবিহারে ঢুকেছিল। তার পর রাহুল গান্ধীর সফরসূচির মতোই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দুদিন তার দিল্লিতে থাকার কথা ছিল। আগে থেকেই এটা ঠিক করা ছিল মিডিয়াগুলো ভুল তথ্য পরিবেশন করছে। কেন এই ধরনের ভুল তথ্য দিচ্ছে তার কোন ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না?

Advertisement

রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে গাড়ি করে সোজা চলে যান ফুলবাড়ির উত্তরকন্যার কাছে এনএইচপিসির বাংলোতে। রবিবার সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরের বাইরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় ছিল। সেখানে কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে রাহুলের। পিডব্লিউডি মোড় থেকে কদমতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাঁটবেন তিনি।

তার পর শিলিগুড়িতেও ‘ন্যায় যাত্রা’ ও সভা করার কথা আছে কংগ্রেস নেতার। তবে শিলিগুড়িতে পদযাত্রা বা সভার অনুমতি এখনও মেলেনি বলেই খবর। শেষ পর্যন্ত তা পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় কাটেনি। হাত শিবিরের দাবি, রাহুলের সভা হবেই।

রবিবারই উত্তর দিনাজপুরে যাবেন রাহুল, সেখানে চোপড়ায় রাত্রিবাস করবেন। সোমবার চোপড়া থেকে রাহুলের ‘ন্যায় যাত্রা’ ঢুকবে বিহারের কিষাণগঞ্জে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ