কলকাতা 

চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা ওস্তাদ রশিদ খান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রথম সারির পুরোধা ওস্তাদ রশিদ খান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তবে গত বাইশে নভেম্বর থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার আজ মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল পৌনে চারটে নাগাদ এই শিল্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। খবর পেয়ে ই ছুটে যান হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন।

হাসপাতালের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তার পর আমি বলব। রাশিদের ছেলে রয়েছেন এখানে। ও ভাল গান করে।’’

Advertisement

এর পরেই রাশিদের চিকিৎসক বলেন, ‘‘এত দিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়েছিল। ওঁকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। ওঁকে ফিরিয়ে আনতে পারিনি। মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে তিনি মারা যান।’’ এর পরেই মমতা বলেন, ‘‘রশিদ আমার ভাইয়ের মতো, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে ফোন এসেছিল। নবান্নে ফিরে খবর আসে, কিছু একটা হয়েছে। রাশিদ আলি খান বিশ্ববিখ্যাত নাম। ওঁর পরিচয় দিতে হবে না। বাংলাকে ভালবেসে বাংলায় থেকে গিয়েছেন। বিশ্বের সব প্রান্তে গিয়ে প্রচার করেছেন।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ