কলকাতা 

দূর্ঘটনা এড়াতে এভারেস্ট অভিযাত্রী দলের সঙ্গে উচ্চ প্রশিক্ষিত ও অভিজ্ঞ পর্বতারোহীকে পাঠানো হবে : অরূপ বিশ্বাস

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গত কয়েক বছরে রাজ্য থেকে এভারেস্ট অভিযানে গিয়ে কয়েকজন পর্বতারোহী দূর্ঘটনার কবলে পড়ায় রাজ্য সরকার এখন থেকে এভারেস্ট অভিযাত্রী দলের সঙ্গে একজন করে উচ্চ প্রশিক্ষিত ও অভিজ্ঞ পর্বতারোহীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যুবকল্যান ও ক্রীড়াদপ্তরের উদ্যোগে আজ কলকাতায় আয়োজিত শিখর ছোঁয়ার সন্মান শীর্ষক এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস একথা জানিয়েছেন। তিনি বলেন, গত সাত বছরে রাজ্য থেকে কুড়ি জন অভিযাত্রী এভারেস্ট জয় করলেও বেশ কয়েকজন প্রতিভাবান অভিযাত্রী দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।

সেই জন্যে বিপদের আশঙ্কা কমাতে এখন থেকে দলের সঙ্গে একজন করে উচ্চপ্রশিক্ষিত ও অভিজ্ঞ পর্বতারোহীকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোমাঞ্চকর এই অভিযানটিকে আরও জনপ্রিয় করে তুলতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রচার চালানোর পাশাপাশি তিনি স্থানীয় ক্লাব সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান। মন্ত্রী এদিন পিয়ালী বসাক, সত্যেন দাস, সপ্তশৃঙ্গ জয়ী সত্যরূপ সিদ্ধান্ত সহ ছ’জনকে ছন্দা গায়েন সাহসীকতা পুরস্কার, পুরুষ ও মহিলা বিভাগে দু’টি অভিযাত্রী দলের হাতে তেনজিং নোরগে-রাধানাথ শিকদার অ্যাডভেঞ্চার পুরস্কার তুলে দেন।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four − three =