কলকাতা 

দমকলের ফায়ার ফাইটার পদে এবার মহিলাদেরও নিয়োগ করা হবে : ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে এবার থেকে দমকলের ফায়ার ফাইটার পদে মহিলাদেরও নিয়োগ করা হবে। নবনিযুক্ত দমকল মন্ত্রী ফিরহাদ হাকিম আজ একথা জানিয়েছেন। দপ্তরের দায়িত্ব নেওয়ার পর আজ কলকাতায় অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের সদরে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মন্ত্রী একথা ঘোষণা করেন। তিনি বলেন, এতদিন এই পদে শুধুমাত্র পুরুষদের নেওয়া হত। কিন্তু এখন  থেকে মহিলারাও এই কাজের সুযোগ পাবেন। শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে। একই সঙ্গে বানিজ্যিক বহুতলে অগ্নিকান্ড রুখতে এখন থেকে ট্রেড লাইসেন্সের সঙ্গে ফায়ার লাইসেন্সের কোনো যোগ থাকবে না বলে তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি এখন থেকে সিনেমা হল,রেস্তোরাঁ,শপিং মল, বাজারের নতুন ফায়ার লাইসেন্স পেতে হলে বা ফায়ার লাইসেন্সের পুনর্নবীকরণ করতে হলে প্রতিবছর দমকল দফতরের নির্বাচিত সংস্থাদের দিয়ে বাধ্যতামূলকভাবে ফায়ার অডিট করে তার রিপোর্ট দমকল দফতরে জমা দিতে হবে। যে স্থানগুলোতে  প্রচুর জনসমাগম হয় তিনমাস অন্তর অন্তর সেখানে পুলিশের উপস্থিতিতে ফায়ার ড্রিল করতে হবে, তার রিপোর্ট কতৃপক্ষকে স্থানীয় দমকলকেন্দ্রে দিতে হবে।

Advertisement

দমকল মন্ত্রী আরো বলেন, বাজার বা ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর সুবিধার্থে কলকাতা পুরসভার উদ্যোগে শহরের সবকটি ডিপটিউবয়েল সচল রাখা হবে। বড়বাজারে নতুন একটি দমকল কেন্দ্র করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। এদিকে এখন থেকে ফায়ার লাইসেন্সের আবেদন করলে তিরিশ দিনের মধ্যেই আবেদনকারী ফায়ারলাইসেন্স পেয়ে যাবেন বলে মন্ত্রী জানান। এতদিন ফায়ার লাইসেন্স পেতে কোনো আবেদনকারীর ৬০ দিন সময় লাগতো।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 + 16 =