জেলা 

হাওড়ার গোলাবাড়ি থেকে ধৃত ৭ হাওয়ালা কারবারির সঙ্গে কী পাকিস্তান যোগ ?

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : হাওড়ার গোলাবাড়ি থেকে ধৃত ৭ হাওয়ালা কারবারিকে জেরা করে পুলিশ, পাকিস্তানের সঙ্গে এই চক্রের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর এটিএম কার্ড, নগদ আড়াই লক্ষ টাকা এবং বেশকিছু মোবাইল নম্বর। জানা গেছে , স্থানীয় বেকার যুবকদের সাহায্য নিয়ে এরা বিভিন্ন ব্যাঙ্কে ঘনঘন অ্যাকাউন্ট খুলতো।

একটি অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের পরই সেটি বন্ধ করে অন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা হতো। যেসব মোবাইল নম্বর থেকে তাদের কাছে টাকা পাচারের নির্দেশ আসতো, তার কয়েকটি পাকিস্তানী নম্বর। হোয়াটসঅ্যাপ কলেও এরা কথা বলতো। পুলিশ সেই তথ্যপ্রমাণও হাতে পেয়েছে।

Advertisement

জানা গেছে, কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়তো ও তুলে নেওয়া হতো। অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবার জন্য ঐ বেকার ছেলেরা পেত মাসে ১০ হাজার টাকা করে। ধৃত সাতজনকে গতকাল আদালতে তোলা হলে দশদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 5 =