কলকাতা 

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কেমনভাবে চলছে তা জানতে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দপ্তরগুলি কিভাবে কাজ করছে তা খতিয়ে দেখতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠক করতে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। ক্রীড়া দপ্তরের বিভিন্ন কমিটির আধিকারিকদের সঙ্গে কথা বলতে চেয়ে রাজ্যপালের স্বাক্ষর সম্বলিত চিঠিটি গতকাল সন্ধ্যায় দপ্তরে পৌঁছয় বলে জানা গিয়েছে। রাজ্যে খেলাধুলোর উন্নতিতে রাজ্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহন করলেও বাস্তবে তার কতটা উন্নতি হয়েছে আধিকারিকদের সঙ্গে কথা বলে রাজ্যপাল তা খতিয়ে দেখতে চান বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

পাশাপাশি আদিবাসী উন্নয়ন, পানীয় জল, পয়ঃপ্রনালী সংক্রান্ত বিষয়গুলি নিয়েও তিনি কথা বলতে চান বলে রাজ্য সরকারকে জানিয়েছেন। এরপরে আগামী জুন মাসে সব রাজ্যের রাজ্যপালদের সম্মেলনে তা নিয়ে একটি রিপোর্ট পেশ করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 7 =