জেলা দেশ 

Mamata Banerjee on Mahua Moitra :খারিজ মহুয়ার সাংসদ পদ, ‘‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে” বললেন মমতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দিল সংসদ। আজ শুক্রবার বেলা ১২ টার সময় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি রিপোর্ট সংসদে পেশ করে। এরপর বিরোধীরা আলোচনার দাবিতে সোচ্চার হয়। এর ফলে সংসদের অধিবেশন মুলতবি করা হয় দুপুর দুটো পর্যন্ত। দুটোর সময় সংসদ অধিবেশন শুরু হলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ সংসদের কাছে পেশ করা হয়।

তারপরেই ধ্বনি ভোটে এই প্রস্তাব পাস হয়ে যায়। ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে গেল। এই খবর পাওয়ার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বলেন, ‘‘মহুয়ার বিষয়ে আমাদের ‘ইন্ডিয়া’র শরিকেরা আরও খানিকটা সময় চেয়েছিলেন। ৪৯৫ পৃষ্ঠার একটি রিপোর্ট, সেটা পড়তে সময় লাগবে না? দু’ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হল। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কী করে হল আমি বুঝলাম না। মহুয়ার সাংসদ পদও খারিজ করে দেওয়া হল। আমি স্তম্ভিত।’’

Advertisement

লোকসভায় মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। পাশাপাশি, দল মহুয়ার পাশে আছে বলেও জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘‘দল মহুয়ার পাশে আছে। ছিল। এই ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও এক বার প্রমাণিত। মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগই দেওয়া হল না। আমি এর তীব্র বিরোধিতা করছি।’’

মহুয়াকাণ্ড ‘ইন্ডিয়া’র শরিকদের আরও এক জোট করে তুলেছে বলে জানান মমতা। তিনি বলেন, ‘‘আমি ‘ইন্ডিয়া’কে অভিনন্দন জানাতে চাই। আমরা একজোট আছি। ‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে। আমরা সকলে বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’’

মমতা জানান, লোকসভা ভোটের আগে আর একটি মাত্র অধিবেশন বাকি ছিল। তাতে পরিকল্পনামাফিক মহুয়াকে অংশ নিতে দেওয়া হল না। তাঁর কথায়, ‘‘আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন। আর একটি অধিবেশন বাকি ছিল। কী এমন হল যে, তার আগেই এক জন মহিলা সাংসদকে লোকসভা থেকে তাড়িয়ে দিতে হল? বিজেপির লজ্জা করে না? এই ঘটনা আমাদের উজ্জীবিত করবে।মহুয়া এবং আমরা লড়াই করব।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ