দেশ 

রাজস্থানের রাজধানী জয়পুর শহরে প্রকাশ্যে খুন হলেন করণী সেনার নেতা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের পালাবদলের ৪৮ ঘণ্টার মধ্যেই খুন হয়ে গেল করণী সেনার নেতা। রাজস্থানের রাজধানী জয়পুর শহরে মঙ্গলবার ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’র সভাপতি সুখদেব সিং গোগামেদিকে গুলি করে খুন করা হল। রাজপুত করণী সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন তিনি। জয়পুর পুলিশ জানিয়েছে, শ্যামনগর এলাকায় সুখদেবের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী।

২০১৮ সালে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘পদ্মাবতের’ বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন করে শিরোনামে এসেছিল কট্টরপন্থী রাজপুত নেতা লোকেন্দ্র সিংহ কালভি প্রতিষ্ঠিত ‘শ্রী রাজপুত করণী সেনা’। এমনকি, শুটিংয়ের সময় করণী সেনার সমর্থকদের হাতে আক্রান্তও হয়েছিলেন ভন্সালী। সে সময় লোকেন্দ্রর ওই হিংসাত্মক প্রতিবাদ করেছিলেন নরমপন্থী রাজপুত নেতা সুখদেব এবং যোগেন্দ্র সিংহ কাতার। নতুন সংগঠন ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’ গড়েছিলেন তাঁরা।

Advertisement

‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’র দাবি ছিল সঞ্জয়েয় ‘পদ্মাবতে’ আপত্তিকর কিছু নেই। ছবিটিতে রাজপুত মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। রাজস্থানের বিধানসভা ভোটে কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতা দখলের ৪৮ ঘণ্টার মধ্যেই সুখদেবের উপর এই হামলা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের অগস্টে রাজপুত করণী সেনার আর এক শীর্ষস্থানীয় নেতা ভানওয়ার সিংহও দুষ্কৃতীদের গুলির নিশানা হয়েছিলেন।

এবারের নির্বাচনে রাজস্থানের প্রধান ইস্যু ছিল আইনশৃঙ্খলা। খুন রাহাজানি বন্ধ হবে এই প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এবার ক্ষমতায় এসেছে। কিন্তু পালাবদলের ৪৮ ঘণ্টার মধ্যে যেভাবে একজন নরমপন্থী নেতা খুন হলেন তাতে আবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ