কলকাতা 

অনুসন্ধান পরিচালিত মাধ্যমিক ২০২৪ প্রস্তুতির অক্টোবর মাসের সেরা পাঠভবন ডানকুনির সৌহার্দ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনে টেস্ট পরীক্ষার গুরুত্ব অপরিসীম। বলা যেতে পারে মাধ্যমিক পরীক্ষার আগে নিজেকে যাচাই করার শেষ সুযোগ এই টেস্ট পরীক্ষা। যদিও আজকাল মক টেস্ট এর প্রচলন এসেছে, যা স্কুল পরিচালিত টেস্ট পরীক্ষার পর মাধ্যমিক-এর চূড়ান্ত পরীক্ষার আগে নিজেকে শুধরে নেয়ার আরও একবার সুযোগ আসে।

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঠিক আট মাস আগে অনুসন্ধান কলকাতা পরিকল্পনা করেছিল তাদের প্রস্তুতির জন্য প্রতিমাসে একবার করে মোট দশটা পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষার আগে নির্দিষ্ট সিলেবাস দেয়া হবে এবং সাতটি বিষয়ের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তাদের সার্বিক প্রস্তুতি যাতে সঠিকভাবে এগোয়, সেদিকে খেয়াল রাখা হবে। পরিকল্পনামাফিক অক্টোবর মাসে ছিল অষ্টম মাসের পরীক্ষা। এই পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে হুগলি জেলার পাঠভবন ডানকুনির কৃতী ছাত্র সৌহার্দ্য দাস প্রথম হয়েছে। মোট নম্বর ৭০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯। এই কৃতিত্বের জন্য সৌহার্দ্যকে একটি গল্পের বই উপহারস্বরূপ পাঠিয়েছে শিশু সাহিত্য সংসদ।

Advertisement

এক সংক্ষিপ্ত কথোপকথনে সৌহার্দ্য জানিয়েছে তার প্রস্তুতি নিয়ে কিছু কথা, তার ভালো লাগা এবং ব্যক্তিগত বিষয়ের আরো কয়েকটি দিকের কথা।

*মাধ্যমিক প্রস্তুতির ১০ মাসের এই সিরিজ পরীক্ষায় তুমি দুবার প্রথম হলে, জুলাই এবং অক্টোবরে। কেমন লাগছে?*

## খুব ভালো লাগছে। খুব আনন্দ হচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো মার্কস পাওয়ার অনুপ্রেরণা ও উৎসাহ যোগাচ্ছে।

*আসন্ন টেস্ট পরীক্ষার প্রস্তুতি কেমন? কত মার্কস আশা করছ?*

## আসন্ন টেস্ট পরীক্ষার প্রস্তুতি ভালই ।আশা করছি টেস্টে ৯৫% থেকে ৯৬℅নম্বর পাবো।

*কোন কোন বিষয়ের প্রস্তুতি ঠিকমতো হয়েছে ? অর্থাৎ ১০০% পাওয়া নিশ্চিত।*

## গণিত ,ভৌতবিজ্ঞান এবং ভূগোল বিষয়ে প্রস্তুতি সবচেয়ে ভালো হয়েছে ।এই তিনটি বিষয়ে ১০০% নম্বর পাবো বলে আশা করছি।

*একটু অন্য প্রশ্ন। মাধ্যমিকে কোন বিষয়ের সিলেবাস তোমার সবচেয়ে পছন্দের? কেন?*

ভৌত বিজ্ঞানের সিলেবাস আমার বেশি পছন্দের কারণ বইয়ের অধিকাংশ বিষয়েই আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এগুলি পড়তে পড়তে বাধ্যই জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত সেই সব ঘটনা আমার চোখে ভেসে ওঠে। ফলে এই চাক্ষুষ অভিজ্ঞতা যেমন বেশিদিন পড়া মনে রাখতে সাহায্য করে তেমনি বিষয়ের উপর জ্ঞানকে সুদৃঢ় করে।

*ক্লাস টেন-এর যে কোনো বিষয়ের কোনো ঘটনা এক্সপেরিমেন্ট করে বোঝাতে বললে, তুমি কোন বিষয়ের কোন ঘটনা বোঝাতে চাইবে?*

## আমি সর্বপ্রথমেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিভিন্ন অপ্রচলিত শক্তি উৎস; যেমন -জলবায়ু ,সূর্য ,বায়োমাস প্রভৃতি থেকে শক্তি উৎপাদনের বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে চাই। কারণ বর্তমান পরিস্থিতি সত্যিই আমাদের তথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিভীষিকা স্বরূপ। আমরা অতিরিক্ত হারে জীবাশ্ম জ্বালানি দহন করে যেভাবে পৃথিবীর সামগ্রিক পরিবেশকে বিষিয়ে তুলেছি তাতে ভবিষ্যৎ প্রজন্ম কতদিন পৃথিবীর আলো দেখতে পাবে সে বিষয়ে সন্দেহ রয়েই যায়। তাই আমার কাছে অপ্রচলিত শক্তির উৎস থেকে শক্তি উৎপাদনের এক্সপেরিমেন্টই বেশি গুরুত্বপূর্ণ।

*শেষ প্রশ্ন। তোমার কাছে আদর্শ ব্যক্তিত্ব কে এবং কেন? (বাবা মা ছাড়া)* ## আমার জীবনে আদর্শ ব্যক্তি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, কারণ তিনি একাধারে একজন বিশিষ্ট শিক্ষক, বিজ্ঞানী ও আমাদের দেশের সর্বোচ্চ পদ অলংকৃত করেছেন। তিনি যেভাবে একটি সাধারণ পরিবার থেকে নিজের ধৈর্য, অধ্যবসায় এবং চেষ্টার দ্বারা এত কিছু একটি জীবনে অর্জন করেছেন সেটি আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ