রবিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমান্ডু ! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে মহাষ্টমীর আনন্দে যখন সমগ্র সমাজ উৎসবের মেজাজে রয়েছে ঠিক তখনই পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল ভূমিকম্পে কেঁপে উঠল। নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের বিস্তীর্ণ এলাকায় জুড়ে ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.১। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ জানিয়েছে, সকাল ৭টা ৩৯ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল রাজধানী কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। বাগমতি এবং গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। স্বস্তির খবর হল এই ভুমিকম্পে কোনও হতাহতের খবর নেই।
এর আগে চলতি মাসের শুরুতেই একাধিক বার কেঁপেছে কাঠমান্ডু। যার প্রভাব পড়েছে ভারতের বিস্তীর্ণ এলাকাতেও। খাস রাজধানী দিল্লিও একাধিক বার কেঁপেছে ওই ভুমিকম্পের জেরেই। এবার অবশ্য দিল্লিতে বা ভারতের অন্য কোনও প্রান্তে এই ভূমিকম্পের প্রভাব পড়েনি। তবে নেপালজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।
আসলে নেপালে ভূমিকম্পের প্রবণতা গত কয়েক বছরে নিয়মিত বাড়ছে। এই মুহূর্তে নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। সাম্প্রতিক অতীতে নেপালে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০১৫ সালে। সে বছর রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় কাঠমান্ডুর (Kathmundu) আশেপাশে। সেই সময়ই প্রায় নয় হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং নেপাল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।