দেশ 

সুপ্রিম কোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের ভাগ্যনির্ধারন হতে চলেছে ৩ মে

শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লিঃ আগামী ৩ মে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত মুল মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই মাদ্রাসা সার্ভিস কমিশন মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।

একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের ৬১৪ টি হাইমাদ্রাসাকেই মঙ্গলবার সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান বলে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও এদিন মূল মামলার শুনানি হয়নি। আগামী ৩ মে মাদ্রাসা সার্ভিস কমিশনের মূল মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

প্রসঙ্গত, মাদ্রাসাগুলি সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাওয়ার কারণে সংবিধানের ৩০ নম্বর ধারা অনুযায়ী মাদ্রাসায় শিক্ষক কিংবা কর্মী নিয়োগের ক্ষমতা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরিবর্তে পাবে ম্যানেজমেন্ট কমিটি। কিন্তু সার্ভিস কমিশন চালু রাখার দাবিতে সুপ্রিমকোর্টে অনেক আগে থেকেই মামলা দায়ের করেছে বেঙ্গল মাদ্রাসা এডুুুুকেশন ফোরাম। সেই সঙ্গে মাদ্রাসাগুলির সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানেরর তকমা বাতিল করতে অন্য একটি মামলা দায়ের করেছিল মুুুর্শিদাবাদের একটি মাদ্রাসা। এদিন সেই মামলার শুনানি শেষে সুপ্রিমকোর্ট ওই মাদ্রাসার আর্জি খারিজ করে দেয়। সেই সঙ্গে রাজ্যের সবকটি মাদ্রাসাকেই সংখ্যালঘু স্বীকৃৃৃত বলে ঘোষণা করে।

 

 


শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 3 =