গুলিবিদ্ধ তৃণমূল প্রধান, তদন্তে পুলিশ
বাংলার জনরব ডেস্ক : বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের এক তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।এই ঘটনায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে যাচ্ছিলেন পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। অভিযোগ, সেই সময় কালো রংয়ের গাড়ি চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জড়ো হয়ে যান অন্যান্যরা। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়।
ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কে বা কারা ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।