ডেঙ্গি আক্রান্ত হয়ে দমদমে এক কিশোরীর মৃত্যু
বাংলার জনরব ডেস্ক : ডেঙ্গি আক্রান্ত হয়ে দমদমে এক কিশোরীর মৃত্যু হয়েছে বুধবার। ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। বুধবার সকালে সেখানেই কিশোরীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম সংযুক্তা পাল (১২)। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত কয়েক দিন ধরেই সে জ্বরে ভুগছিল বলে জানিয়েছে হাসপাতাল। তবে অন্যত্র তার চিকিৎসা চলছিল। সম্প্রতি ডেঙ্গির পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
ভিআইপি রোডের ধারের হাসপাতালটি জানিয়েছে, বুধবার ভোররাতে সেখানে কিশোরীকে নিয়ে আসা হয়েছিল। তখনই তার শারীরিক পরিস্থিতি ছিল অতি সঙ্কটজনক। ভর্তির পরেই জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় কিশোরীকে। পরে সকালের দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিল কিশোরী। এর আগে অন্য একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল।
বর্ষায় বরাবরই কলকাতা এবং আশপাশে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায়। এ বছর রাজ্যের নানা প্রান্ত থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। জেলা থেকে শুরু করে কলকাতা এবং শহরতলি, ডেঙ্গি ছড়িয়ে পড়েছে অবাধে।