রবিবার সাত সকালেই কলকাতায় বোমাতঙ্ক !
বাংলার জনরব ডেস্ক : রবিবার সাত সকালে কলকাতায় বোমা আতঙ্ক।দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জিপাড়ায় একটি ময়লার স্তূপ পরিষ্কার করতে গিয়ে বোমার মতো দেখতে ওই জিনিসগুলি দেখতে পান পুরসভার কর্মীরা। তবে সেগুলি বোমাই কি না, তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। এই বিষয়ে নিশ্চিত হতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। আপাতত গোটা এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। সেখানে অনুসন্ধান চালাচ্ছেন স্কোয়াডের কর্মীরা। আনা হয়েছে পুলিশ কুকুরও। চলছে নমুনা সংগ্রহ। আশপাশে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, লাল এবং সবুজ তার ব্যাটারির সঙ্গে বাঁধা। আয়তাকার কিছু জিনিসকে ঘিরেই বোমাতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বম্ব স্কোয়াডের সদস্যেরা প্রাথমিক ভাবে মনে করছেন, এগুলো বোমাই। তবে এই বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষানিরীক্ষা প্রয়োজন।