নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : আজ ১৭ ই সেপ্টেম্বর রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন কে কেন্দ্র করে সমগ্র দেশ জুড়ে উৎসবে মেতেছে বিজেপি দল। মোদি মন্ত্রী সবার ৭০ জন সদস্য দেশের ৭০ টি শহরে হাজির হয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন পালন করবেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাকি নেই নরেন্দ্র মোদির কট্টর সমালোচক রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানোর কিছুক্ষণ পরেই সকাল ১০টা ২৬ মিনিট নাগাদ অভিষেকের এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছাবার্তায় ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, ‘‘সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই।’’
বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ছাড়া বিজেপি এবং এনডিএ-র নেতারাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন মন্ত্রিসভায় মোদীর সতীর্থ অমিত শাহ, এস জয়শঙ্কর প্রমুখ।
বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ছাড়া বিজেপি এবং এনডিএর নেতারাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন মন্ত্রিসভায় মোদীর সতীর্থ অমিত শাহ, এস জয়শঙ্কর প্রমুখ।
মোদীকে নয়া ভারতের মূল স্থপতি বলে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষ ভাবে উদ্যাপন করতে একাধিক পরিকল্পনা নিয়েছে তাঁর দল বিজেপি। ‘নমো বিকাশ উৎসব’, ‘সেবা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা হচ্ছে রবিবার। একই দিনে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান’ কর্মসূচিও আরম্ভ হবে।