আসন্ন মন্ত্রিসভার রদবদলে গুরুত্ব পাচ্ছেন ফিরহাদ, শোভন দেব, অরূপ, দফতর হারাচ্ছেন বাবুল!
বুলবুল চৌধুরী: রাজ্য মন্ত্রিসভা রদবদল হতে চলেছে। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের আগে এই রদবদল সম্পন্ন হয়ে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই রথ বদলের সমস্ত কাগজপত্র রাজভবনে পাঠানো হয়ে গেছে। রাজভবন শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা।
তবে এবারের রাজ্য মন্ত্রিসভার দল বদলে গুরুত্ব পাওয়ার সম্ভাবনা আছে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের। অন্যদিকে ডানা ছাটা হতে পারে বাবুল সুপ্রিয় এবং মানুষ ভূঁইয়ার। সূত্রের খবর বাবুল সুপ্রিয় এর কাছ থেকে পর্যটন দফতর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই দফতরের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে ইন্দ্রনীল সেনকে। ইতিমধ্যেই সকলেই অবগত আছেন সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে ইন্দ্রনীল সেন বনাম বাবুল সুপ্রিয় যে কথা কাটাকাটি হয়েছিল পর্যটন দপ্তরের কাজকর্ম নিয়ে তাতে অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় এর সঙ্গে আলোচনায় বসে ছিলেন তবে সেখানে বাবুল পরিষ্কার জানিয়ে দিয়েছেন। যে তিনি পর্যটন দপ্তরের দায়িত্ব নেবেন না। ফলে স্বাভাবিকভাবেই বাবুল সুপ্রিয় কে পর্যটন দপ্তর থেকে যে সরিয়ে দেয়া হচ্ছে তা নিয়ে কোন সন্দেহ থাকার জায়গা নেই।
অন্যদিকে আরেকজন মন্ত্রী মানুষ ভূঁইয়ার কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী খুব একটা সন্তুষ্ট নয় বলে সূত্রের খবর। তাই এই যাত্রায় মানষ ভূঁইয়ার ডানা ছাটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সবকিছু নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।