কলকাতা 

বৃহস্পতিবার সাত সকালেই থালা বাজিয়ে এসএসসির সদর দফতরের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার সাত সকালেই সল্টলেকের এসএসসির সদর দফতর আচার্য সদনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

পুলিশের অনুমতি ছাড়াই সল্টলেকের করুণাময়ী এলাকায় আচার্য সদনের গেটের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তির পর ২০১৫ সালে পরীক্ষায় বসেন এই চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও পান তাঁরা। চাকরিপ্রার্থীদের দাবি, ১৪ হাজার ৩৩৯ শূ্ন্যপদ থাকলেও দীর্ঘ সাড়ে নয় বছর যাবৎ তাঁরা চাকরি পাননি।

Advertisement

হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনও প্যানেল গঠন করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, অবিলম্বে প্যানেল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২৪৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। যোগ্য প্রার্থীদের নিয়োগ না হলে চাকরিপ্রার্থীরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে আচার্য সদনের সামনে থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা।

পুলিশের দাবি, আচার্য সদনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও করেন চাকরিপ্রার্থীরা। ঘটনাস্থল থেকে পুলিশ চাকরিপ্রার্থীদের সরিয়ে প্রিজ়ন ভ্যানে তোলে বলে অভিযোগ। পুলিশ জোর করলে ধস্তাধস্তিও হয় পুলিশের সঙ্গে। জোর করে চাকরিপ্রার্থীদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ