Exclusive Interview : পিসিমার পড়ন্ত বেলা : ডঃ আব্দুস সাত্তার
সেখ ইবাদুল ইসলাম: পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম না করে সরাসরি কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ড. আব্দুস সাত্তার। তিনি বাংলার জন রবের ইউটিউব চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে এই রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। আগামী লোকসভা নির্বাচনে কি হতে পারে? এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অপ্রত্যাশিত দ্বন্দ্ব এর নেপথ্যের কারণ কি? তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
সাক্ষাৎকারে প্রথমেই আমাদের প্রশ্ন ছিল পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক মহল যে আশঙ্কা করেছিল মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে বাম কংগ্রেস ভালো ফল করবে। কিন্তু কার্যত দেখা গেল বাম কংগ্রেস তেমন ফল করতে পারেনি। এর নেপথ্যে কারণ কি? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ড. আব্দুস সাত্তার বলেন, পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান গুলোকে ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাবে গত বিধানসভা নির্বাচনের তুলনায় তৃণমূল কংগ্রেসের অনেকটাই ভোট কমেছে এবং মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের দিকে লক্ষ্য রাখলেন দেখতে পাবেন কংগ্রেসের ভোট বেড়েছে একই সঙ্গে বেড়েছে বামেদের ভোট!
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ রাজ্যের গণমাধ্যম হই বিজেপি নয় তৃনমূল যে বার্তা বাংলার মানুষকে দেওয়ার চেষ্টা করা করেছিল তা অনেকটাই ব্যর্থ হয়েছে। বিজেপির ভোট অনেকটা কমে গেছে। পঞ্চায়েত ভোট যদি লুটের না হত তাহলে এই রাজ্যে বেশ কয়েকটা জেলা পরিষদ বাম কংগ্রেস দখল করতো।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন পিসিমার এখন পড়ন্ত বেলা। কোনভাবেই এই রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়ন হয়নি। ফলে প্রাক্তন মন্ত্রী বলেন আমরা যা করে এসেছিলাম যদি এই সরকার সেগুলোকে ধরে রাখতে শুধু পারতো তাহলে নতুন করে কিছু করতে হতো না কিন্তু বিগত ১২ বছরে এই রাজ্য সরকার সংখ্যালঘু উন্নয়নকে অনেক পিছিয়ে দিয়েছেন বলে আব্দুস সাত্তার দাবি করেন।
দীর্ঘ এক ঘণ্টা পাঁচ মিনিটের এই সাক্ষাৎকারটি বাংলার জনরব এর ইউটিউব চ্যানেলে রয়েছে আগ্রহীরা দেখতে পারেন। পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন একই সঙ্গে সাত্তার সাহেবের মতামত মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই আমাদের অনুরোধ এই খবরের সঙ্গে youtube চ্যানেলের লিংকটি সংযুক্ত করে দেয়া হলো আগ্রহীরা চাইলেই ইউটিউবে গিয়ে বা এই লিংকে ক্লিক করলে পুরো সাক্ষাৎকারটি দেখতে পাবেন।
https://www.youtube.com/live/R6GzTg6hCI8?feature=share