জেলা 

আরাবুলের পঞ্চায়েতে ISF এর বিপুল জয় ধাক্কা খেলো তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভাঙড়ে সব আসনে প্রার্থী দিতে দেয়নি শাসক তৃণমূল কংগ্রেস একটিমাত্র পঞ্চায়েতে জমি রক্ষা কমিটির সঙ্গে যৌথভাবে প্রার্থী দিতে পেরেছিল আইএসএফ। একটিমাত্র পঞ্চায়েত এলাকায় ভোট হয়েছে ভাঙ্গরে কিন্তু দেখা গেল সেই একটি পঞ্চায়েতে বা হেরে গেল তৃণমূল। এই পঞ্চায়েতের ফলে বেরুতে দেখা গেল ২৪ টি আসনের মধ্যে ২৩ টি আসন পেয়েছে আইএসএফ। এলাকার জমি রক্ষা কমিটি এবং আইএসএফ জোট বেঁধে লড়েছিল শাসকদলের বিরুদ্ধে। তৃণমূল সেখানে স্রেফ একটিই আসনে জয়ী হয়েছে। আর সেটি আরাবুলের নিজের বুথ।

এই পঞ্চায়েতেই আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম প্রধান ছিলেন বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস এভাবেই এই পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত হেরে যাবে ছিল কল্পনা টি প্ কল্পনাতিত। এ থেকে এটা স্পষ্ট হয়েছে মানুষের রায় পঞ্চায়েত ভোটে সঠিকভাবে প্রতিফলিত হলে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে গোহারা হেরে যেত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ