“আপনি কার পক্ষে দাঁড়াবেন, সত্যের পক্ষে? নাকি হিংসার পক্ষে?” রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজির ভর্ৎসনা রাজ্যপালের
বাংলার জনরব ডেস্ক: এত রক্তপাত এত হিংসা পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তা দেখে ব্যথিত হয়ে পড়েছেন এবং সম্পূর্ণভাবে আহত হয়েছেন রাজ্যের অভিভাবক রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বুধবার দুপুরে রাজভবনে বসে রাজ্যপাল সিভি আনন্দ বোস বেনজীর ভর্ৎসনা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।
সিভি আনন্দ বোসের কথায়, “বাংলার পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) মানবাধিকার এবং গণতন্ত্রের হত্যা হচ্ছে। গণতন্ত্রকে অবদমিত করছে গুণ্ডাতন্ত্র। বাংলা চিত্ত যেথা ভয়শূন্যর ভূমি। গুরুদেবের ভূমিতে হিংসার তাণ্ডব চলতে পারে না। বাংলায় হিংসার কোনও স্থান নেই। হিংসার ছবি দেখে আমি শঙ্কিত, মা-বোনেদের চোখে জল দেখেছি, পিতৃহারা শিশুর কান্না শুনেছি। যেন নরক থেকে শয়তান জেগে উঠেছে।” আলাদা আলাদা জায়গার দৃষ্টান্ত তুলে ধরে রাজ্যপাল বলেন, ক্যানিং, ভাঙড়, বাসন্তী, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদহ, চোপড়া জ্বলছে। এত রক্ত, এত হত্যা, ঘাতক কে? রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) কি হাত তুলবেন? আপনার জানা উচিত খুনি কে? ভোট সুষ্ঠুভাবে করার সব দায়িত্ব আপনার?”
রাজীব সিনহাকে (Rajiva Sinha) সি ভি আনন্দ বোসের প্রশ্ন, “কেন এত হিংসা? মিস্টার রাজ্য নির্বাচন কমিশনার আপনার কর্তব্য কি আপনি করেছেন? আপনার কর্তব্য কি আপনি জানেন?” কমিশনারের অকর্মণ্যতার জন্য রাজ্যপাল নিজে দুঃখপ্রকাশ করেছেন।
আনন্দ বোসের বক্তব্য,”আমি আপনাকে নিয়োগ করেছি, আপনি মানুষকে হতাশ করেছেন। মানুষ বলছে, নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। আধিকারিকরা নিস্ক্রিয়, মৃত্যু দেখেও নিস্ক্রিয়। এটা সত্যের বিরুদ্ধে হিংসার লড়াই, আপনি কার পক্ষে দাঁড়াবেন, সত্যের পক্ষে? নাকি হিংসার পক্ষে?” নির্বাচন কমিশনারের কাছে রাজ্যপালের আহ্বান,” মানুষকে হতাশ করবেন না। এখনও সময় আছে। মানুষের রক্তে রাজনীতির হোলি বন্ধ হোক। আগুন আর রক্ত নিয়ে খেলা হচ্ছে। মাঠে নামুন। মানুষের কন্ঠস্বর শুনুন। মানুষের কথাই ঈশ্বরের কথা।”