জেলা 

ঝড়-বৃষ্টিতে অভিষেকের সভাস্থল লন্ডভন্ড, মঞ্চ ঠিক করতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নদীয়া জেলার রানাঘাটে প্রবল ঝরে আটকে পড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাট থেকে বাদকুল্লা যাচ্ছিলেন পথে আটকে পড়েন তিনি এই প্রচন্ড ঝড়বৃষ্টিতে কিভাবে সভা হবে তা নিয়ে তৃণমূল নেতৃত্ব যখন চিন্তার মধ্যে রয়েছেন ঠিক তখনই খবর পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ প্রস্তুত করতে গিয়ে বৃষ্টির জলে পা পিছলে পড়ে এক শ্রমিকের মাথা এবং ঘাড়ে চোট পেয়েছেন ফলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার বাদকুল্লা অনামী সঙ্ঘের মাঠে। আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে শুক্রবার নদিয়ায় সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা হয় নদিয়ার বাদকুল্লার সভাস্থলের। তৃণমূল সূত্রের খবর, ঝড়-বৃষ্টির সময় অভিষেকের কনভয় বাদকুল্লার দিকে যাচ্ছিল। তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় আটকে পড়েন অভিষেক। এই অবস্থায় তিনি সভাস্থলে কী ভাবে যাবেন, বা গেলেও সভা কী ভাবে হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে জেলা নেতৃত্বের। বৃষ্টি থামতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সভাস্থল মেরামতির কাজ। সেই সময় মূল মঞ্চের তাঁবুতে জমে থাকা জল পরিষ্কার করতে গিয়ে পা পিছলে একটি দুর্ঘটনা ঘটে বলে তৃণমূল সূত্রে খবর। তড়িঘড়ি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থা।

বাদকুল্লায় অভিষেকের সভার আয়োজনের দায়িত্বে থাকা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঝড়-বৃষ্টির তাণ্ডবে যাঁরা সভামঞ্চ তৈরির দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে একজন জল বার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ