কলকাতা 

বাইরণ বিশ্বাসের সদস্যপদ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা আগামী সপ্তাহে শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের সদস্যপদ বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করার অনুমতি দিল প্রধান বিচারপতি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও বাইরন বিশ্বাস কংগ্রেসের একমাত্র বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার কারণে তাঁর বিধায়ক পদ বাতিল হওয়া আইনত সম্ভব নয়। কিন্তু কলকাতা হাইকোর্ট এই মামলার গ্রহণযোগ্যতা বিবেচনা করে মামলা দায়ের করার অনুমতি দেওয়ার ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি কোথাও আইনি জটিলতা তৈরি হতে পারে?

প্রশ্ন উঠেছে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে দল ত্যাগ করে অন্য দলের যোগ দেওয়ার ফলে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কি প্রতারণা করা হয়নি? বাইরণ বিশ্বাস দাবি করছেন তিনি নাকি নিজের কারিসীমায় জয়লাভ করেছেন যদি তাই হয় তাহলে কেন তিনি বর্তমানে পদত্যাগ করে নতুন করে জনাদেশ নিচ্ছেন না? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে এই প্রশ্নগুলোই তুলে ধরেছেন মামলাকারী আইনজীবীরা। মামলাকারীদের বক্তব্য হল এই ধরনের প্রবণতা চলতে থাকলে আগামী দিনে নির্বাচনের প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে।

Advertisement

সোমবার হাই কোর্টেরই এক আইনজীবী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার আর্জি জানান। বিচারপতির বেঞ্চ ওই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আদালত সূত্রে খবর, ওই মামলা আগামী সপ্তাহেই উঠতে পারে শুনানির জন্য।

সব মিলিয়ে বাইরন ইস্যুতে তৃণমূল কংগ্রেস এখন ঘরে বাইরে চাপের মুখে পড়েছে। দলের অভ্যন্তরে একাধিক বিধায়ককে বলতে শোনা গেছে এইভাবে দল ভাঙিয়ে জনাদেশকে অগ্রাহ্য করে দল আসলে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে। এর বিরূপ প্রতিক্রিয়া রাজ্য জুড়ে যে পড়তে পারে তা তৃণমূল কংগ্রেস বুঝে উঠতে পারেনি। অন্যদিকে কলকাতা হাইকোর্ট যদি বাইরন ইস্যুতে কড়া অবস্থান দেখান তাহলে আবার রাজ্য রাজনীতিতে নতুন করে এক ইস্যু তৈরি হয়ে যাবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ