কলকাতা 

কয়লা পাচার মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির সমন !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দুবাই যাওয়ার পথে দমদম বিমানবন্দরে অভিবাসন দফতর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাদের দুই সন্তানকে আটকানোর পর সোমবার দুপুরে ইডি নোটিশ দিয়ে ডেকে পাঠাল রুজিরাকে। আগামী ৮ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নীকে হাজিরার জন্য নোটিশ দিয়েছে ইডি।

সূত্রের খবর, কয়লা দুর্নীতি মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। কয়লা পাচারের সঙ্গে রুজিরার কি সম্পর্ক আছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে নবজোয়ার কর্মসূচিতে বিপুল সাড়া পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার অপচেষ্টা করে চলেছে। সেই জন্য সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও আজ সোমবার কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে অভিভাষণ দফতর দুবাই যেতে বাধা দেয়। আইন আইনের পথে চলবে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। একইসঙ্গে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে তৃণমূল কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ