আন্তর্জাতিক 

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির বিদেশ নীতির পক্ষেই সওয়াল করলেন রাহুল গান্ধী কেন ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কংগ্রেস এবং জহরলাল নেহেরুকে নিশানা করেছেন ঠিকই কিন্তু বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত সরকারের বিদেশ নীতিকে সরাসরি সমর্থন করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন স্পষ্ট ভাষায় ভারতের এখন সময় হয়েছে নিজের স্বার্থকে দেখা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন কাজটা করলে ভারতের পক্ষে সুবিধা হবে কিংবা ভারতের স্বার্থ সুরক্ষিত হবে। সেই কাজটা করাটাই বুদ্ধিমানের কাজ। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে এ কথাগুলো বলেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি নরেন্দ্র মোদির বর্তমান বিদেশ নীতিকে ঘুরিয়ে সমর্থন করছেন।

কিন্তু আমরা সকলেই জানি গত কয়েক বছর ধরে ভারতের বিদেশ নীতি নিয়ে রাহুল গান্ধী দেশের মাটিতে নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে চলেছেন।তিন বছর লাদাখের গালওয়ানে চিনা ফৌজের হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে ভারতীয় ভূখণ্ডে ‘চিনের দখলদারি’ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। অথচ আমেরিকা সফরে গিয়ে এ নিয়ে কোনরূপ মন্তব্য করলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী বরং কূটনৈতিক ঐতিহ্য মেনেই মোদী সরকারকে নিশানা করলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Advertisement

বুধবার রাতে ক্যালিফর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় রাহুল বলেন, ‘‘এই মুহূর্তে ভারত-চিন সম্পর্কের পরিস্থিতি কঠিন।’’ গত এক দশক ধরেই এমনটা চলছে বলে জানিয়ে তিনি বলেন, ‘‘ভারতকে ধাক্কা দিয়ে সরানো যাবে না।’’ তবে তাৎপর্যপূর্ণ ভাবে সীমান্তে চিনা ফৌজের দখলদারির জন্য মোদী সরকারের দিকে এক বারের জন্যও অভিযোগের আঙুল তোলেননি কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

বর্তমান পরিস্থিতিতে চিনের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠা কঠিন বলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘‘এখনই পরিস্থিতি স্থাভাবিক হওয়া কঠিন। ওরা (চিন) আমাদের বেশ কিছু এলাকা দখল করে রয়েছে।’’ ২০২০ সালে গালওয়ান হামলার পরে মোদী সরকারকে দুষে রাহুল বলেছিলেন, ‘‘২০১৪ থেকে প্রধানমন্ত্রীর ধারাবাহিক ভুল সিদ্ধান্ত এবং হঠকারিতা ভারতকে মৌলিক ভাবে দুর্বল করে দিয়েছে। আমাদের অসুরক্ষিত করেছে।’’

ভারতের মাটিতে দাঁড়িয়ে এই কথাগুলো মোদি সরকারের বিরুদ্ধে বললেও বিদেশের মাটিতে দাঁড়িয়ে সরাসরি ভারতের বিদেশ নীতি কে সমর্থন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কূটনৈতিকতার এই নজির একমাত্র দেখাতে পেরেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত সরকারের অর্থাৎ তৎকালীন কংগ্রেস সরকারের বিদেশ নীতির সমালোচনা করতেন না। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশে গিয়ে সরাসরি কংগ্রেস এবং গান্ধী পরিবারকে নিশানা করাটা নৃত্য নৈমিত্তিক বিষয়ের দাঁড়িয়েছে এখানে কোনরকম কূটনৈতিক শিষ্টাচার দেখেন না নরেন্দ্র মোদী। তাই রাহুল গান্ধীর যে শিষ্টাচারের নজির মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেখালেন তা যদি মোদি সরকার দেখাতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে ভারতের সুনাম সুরক্ষিত হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ