কলকাতা 

‘অধ্যাপক মহা: মনিরুজ্জামান সমাজকে শুধু দিয়েই গেছেন’ স্মারক বক্তৃতায় বললেন বিশিষ্টজনেরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: অধ্যাপক মহা. মনিরুজ্জামান ছিলেন ছাত্রদরদী একজন শিক্ষক ভবিষ্যৎ দ্রষ্টা। মালদা জেলার সন্তান হয়েও সমগ্র রাজ্যজুড়ে শিক্ষার উন্নয়নে তিনি কাজ করে গেছেন। কাউকে কোন সময় তোষামোদ করার প্রয়োজন হয়নি এই মানব দরদী অধ্যাপকের। তিনি সব সময় সমাজের উন্নতি চেয়েছেন শিক্ষার উন্নতি চেয়েছেন। অধ্যাপক মোঃ মনিরুজ্জামান সাহেব শুধু কারো ব্যক্তিগত বিষয় নয় সমষ্টির বিচারে তিনি সমাজের জন্য শুধু দিয়ে গেছেন বিনিময়ে কিছুই পাননি। তবে তিনি ছাত্রদের ভালবাসা পেয়েছেন সম্মান পেয়েছেন আজীবন ধরে। এই কথাগুলো বললেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নুরুস সালাম।

শনিবার ২০ মে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস অডিটোরিয়াম অধ্যাপক মোঃ মনিরুজ্জামান বক্তৃতার দিতে গিয়ে বেশ খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন নুরুস সালাম সাহেব । এরপরই এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বদিউর রহমান সাহেব মনিরুজ্জামান সম্পর্কে বলেন তিনি একজন ছাত্র দরদী শিক্ষা দরদী আদর্শ শিক্ষক ছিলেন।

Advertisement

 

এদিনের সভায় বাবার কথা বলতে গিয়ে বিশিষ্ট শিক্ষিকা মনিরা বেগম খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। গল্পের মত বললেন মা মারা যাওয়ার পর বাবা কিভাবে তাদের দুই ভাই বোনকে মানুষ করেছিলেন। বাবার স্মৃতিচারণা যখন মেয়ে করেন তখন স্বাভাবিকভাবেই সকলের চোখ চিক চিক করে উঠে। মনিরার অসম্ভব ভাষা চয়ন শব্দ দক্ষতার কাছে উপস্থিত শ্রোতা মন্ডলীদের যুগ চিক করে উঠেছিল মনিরুজ্জামানের স্মৃতি কথা শুনতে শুনতে। আলীগড়ে মেয়ের ফাইনাল পরীক্ষায় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিজে উপস্থিত। মা মারা যাবার পর মনিরা এবং তার দাদা হাসানুজ্জামানের কাছে কেমন করে রাশভারী একজন অধ্যাপক বাবা ও মায়ের সমান ভূমিকা পালন করেছিলেন তার বিবরণ দেন এই বিশিষ্ট শিক্ষিকা।

তাঁর সন্তানের কন্ঠে ভেসে উঠে অভিমান বাবার সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক নেতাদের তোষামোদ না করার জন্য জাতীয় শিক্ষকের মর্যাদা পাননি। সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও।। অথচ তিনি সেই সময়কার ডাবর তাবোড় রাজনীতিবিদদের সহপাঠী ছিলেন। সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রিয় রঞ্জন দাশমুন্সি এমনকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে চিনতেন। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সমসাময়িক সময়। তবু রাজনীতি তাকে গ্রাস করতে পারেনি। এক কথায় তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ