আন্তর্জাতিক 

৭৫ বছরের ইতিহাসে ইমরান খানের মতো এত জনপ্রিয় জননেতা দেখেনি পাকিস্তানের মানুষ! কোন যাদু মন্ত্রে এত জনপ্রিয় ইমরান? জানতে হলে ক্লিক করুন!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তান সৃষ্টি হওয়ার ৭৫ বছরের ইতিহাসে এত জনপ্রিয় জননেতা এর আগে অন্তত পাকিস্থানের জনগণ দেখেনি। কার্যতো ইমরান খানের জনপ্রিয়তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তানের প্রশাসন। আর এটা খুব ভালো করেই জানেন পাকিস্তানের এই ক্যাপ্টেন। তাই ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকদের সামনে রীতিমতো পাকিস্তান প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ইসলামবাদের আইজিকে লক্ষ্য করে তিনি বলেন,’আমি পাকিস্তানের জনগণকে বলবো আপনি আমাকে অপহরণ করেছিলেন। বিচার করবে পাকিস্তানের জনগণ।’

ইমরানের অভিযোগ, তিনি যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে না পারেন, তার জন্য রাস্তায় যানজট তৈরি করার চেষ্টা করেছিলেন ইসলামাবাদের আইজি। বাড়ি ফিরতে পারার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। শুধু তা-ই নয়, ইসলামাবাদের আইজিকে রীতিমতো হুমকির সুরে ইমরান বলেন, “গোটা পাকিস্তানকে বলব, আপনি আমাকে অপহরণ করেছেন, জোর করে আটকে রেখেছেন। আমরা নিজেদের চেষ্টায় জামিন পেতে সক্ষম হয়েছি।” এই প্রসঙ্গে ইমরানের দাবি, তিনি ইসলামাবাদের আইজির ‘কুকীর্তি’র কথা ফাঁস করার হুমকি দেওয়ার পরে তাঁর বাড়ি ফেরায় বাধা তৈরি করেন পুলিশের ওই আধিকারিক।

Advertisement

পাকিস্তান তেহেরকি ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান নিজেই শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর করে হাই কোর্ট। অন্য দিকে, প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার সরকারি তোষাখানা থেকে নিয়ম ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার আইনি প্রক্রিয়াও শুক্রবার স্থগিত রাখতে বলেছে আদালত। ইসলামাবাদ হাই কোর্ট ইমরানকে আল কাদির মামলায় দু’সপ্তাহের জন্য জামিন দিয়েছে। পাশাপাশি, আগামী সোমবার পর্যন্ত কোনও মামলাতেই ইমরানকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত।

আসলে ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবি। একজন আধ্যাত্মিক নারী হিসেবে সমগ্র পাকিস্তানে জনপ্রিয়। এই আধ্যাত্মিক মহীয়সী নারীর স্বামীকে হেনস্থা করা হচ্ছে এটা পাকিস্তান জুড়ে প্রচার করার ফলে সমগ্র পাকিস্তানে জনগণ রাস্তায় নেমে আসে। আর এতেই বিচলিত হয়ে পড়ে পাকিস্তান প্রশাসন। একথা অস্বীকার করার কোন উপায় নেই পাকিস্তান সুপ্রিম কোর্ট যদি ইমরান খানকে সঙ্গে সঙ্গে জামিন না দিত তাহলে হয়তো পরিস্থিতি আরো কঠিন হতো তা সামাল দেওয়া বর্তমান পাকিস্তান প্রশাসনের পক্ষে সম্ভব ছিল না। ৭৫ বছরের ইতিহাসে এই ধরনের জননেতা পাকিস্তানের মানুষ দেখেননি। ইমরান খানকে তারা দেখলেন।১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় হারতে হারতে শেষ পর্যন্ত পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন ইমরান। তিনি কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন পাকিস্তানে?  পাকিস্তানের রাজনীতির মসনদে তা ভবিষ্যৎ বলবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ