কলকাতা 

অনুসন্ধান মাধ্যমিক প্রস্তুতির এপ্রিল মাসের সেরা ছাত্র বারাসাত প্রিয়নাথ ইনস্টিটিউশন-এর দেবজ্যোতি পাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি দিতে অনুসন্ধান কলকাতা শুরু করেছে দু ধরনের কর্মসূচি – প্রতিমাসে সাতটি বিষয়ের একসঙ্গে অনলাইনে mcq পরীক্ষা আর নির্দিষ্ট দিনগুলিতে অনলাইনে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে প্রশ্ন উত্তরের ক্লাস।

গোটা রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নেওয়া এই কর্মসূচিতে এপ্রিল মাসের পরীক্ষা পর্বে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাত বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন-এর ছাত্র দেব্যজ্যোতি পাল।

Advertisement

অনুসন্ধান কলকাতার সভাপতি বিশিষ্ট প্রধান শিক্ষক শেখ আলী আহসান অভিনন্দন জানিয়েছেন দেবজ্যোতিকে। সঙ্গে সঙ্গে প্রখ্যাত প্রকাশনী সংস্থা শিশু সাহিত্য সংসদের পক্ষ থেকে উপহারস্বরূপ ‘অশান্ত মহাবিশ্ব’ বই খানি তার হাতে তুলে দেওয়া হয়েছে। এই আয়োজনে আপ্লুত কৃতী ছাত্র দেবজ্যোতি।

দেবজ্যোতির ছেলেবেলা, পড়াশোনা, আগামী মাধ্যমিকের প্রস্তুতি ইত্যাদি নিয়ে কতগুলি প্রশ্ন পাঠানো হয়েছিল। সে উত্তরে জানিয়েছে :-

প্রশ্নগুলি হল :

1) অনুসন্ধান কলকাতার আয়োজনে রাজ্যব্যাপী মাধ্যমিক ২০২৪ প্রস্তুতি পরীক্ষা পর্বের এপ্রিল মাসে তুমি প্রথম হয়েছো, কেমন লাগছে?

2) সংক্ষেপে তোমার বাবা মা এবং পরিবার সম্বন্ধে বলো।

3) তোমার স্কুল সম্বন্ধে বল। স্কুলের বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে কিছু বল।

4) অনুসন্ধান কলকাতার পরীক্ষা এবং ক্লাস মাধ্যমিক ২০২৪ প্রস্তুতিতে কেমন কাজে লাগবে বলে মনে করছ।

5) পড়াশোনা ছাড়া লেখালেখি, নাটক, গান, খেলাধুলা, গল্প বই পড়া ইত্যাদি কোনটা তোমার কাছে বেশি আকর্ষণীয় এবং কেন তা দু এক কথায় যদি বলো।

দেবজ্যোতির উত্তর :

১) প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছেন।

প্রথমতই যেটা জানাতে চাই এই পরীক্ষার বিষয় আমাকে একটা বন্ধু জানিয়েছিল। তার মাধ্যমে পরীক্ষা দেওয়ার একদিন আগে আমি গ্রুপে ঢুকি এবং পরের দিনই পরীক্ষা থাকায় যতটা করা সম্ভব হয়েছে ততটা করে পরীক্ষা দিয়েছি হ্যাঁ প্রথম পরীক্ষা এটা আমার। তাই খুব ভালো লাগছে।

2) আমার বাড়িতে আমি ছাড়া বাবা এবং মা আছে। বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মা গৃহবধূ।

৩) আমি বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন এর পড়ি, যেটা বারাসাত ক্যান্সার হসপিটাল এর বিপরীতে একটা গলির মধ্যে অবস্থিত।

আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং বেশ কিছু শিক্ষক সত্যিই ভালো এবং আমাদের পড়াশুনোতে সাহায্য করেন। সত্যি বলতে কী, স্যারদের কাছে আমাদের এক্সপেক্টেশন অনেক বেশি।

4) অনুসন্ধান কলকাতার এই মাসিক পরীক্ষা থেকে আমি যে সমস্ত অধ্যায় গুলোর উপরে পরীক্ষা দিচ্ছি, সেটা একরকম রিভিশন হয়ে যাবে এবং সেই অধ্যায়গুলো থেকে কী রকমের প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে, সে বিষয়ে একটা সংক্ষেপ ধারণা চলে আসবে। এছাড়া পরীক্ষার মাধ্যমে যে প্রতিযোগিতার ভাবটা থাকে সেটাও আমাকে সাহায্য করবে।

5) ক্লাস নাইনের আগে পড়াশোনা ছাড়া আমার আবৃত্তির শখ ছিল এবং মাঝে মাঝে খেলাধুলাও করতাম। কিন্তু বিগত দুই বছর পড়াশোনার চাপের দরুন আমি সেরকম কিছু করতে পারিনা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ