কলকাতা 

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাভিত্তিক সম্পূর্ণ তালিকা প্রকাশ করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে ফের সরব হলেন। আজ বুধবার তার এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল সেখানে তিনি স্পষ্ট রাই বলেছেন আগামী দু সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ প্যানেলের মেধা ভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে।বুধবার বিচারপতির গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ২০১৬ সালের প্রাথমিকে যে হাজার হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তার মেধাতালিকার বিশদ তথ্য প্রকাশ্যে আনতে হবে পর্ষদকে।

নিজের এজলাসে বসে পর্ষদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘২০১৬ সালের শেষ প্যানেলভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। আদালতকে সে বিষয়ে জানাতেও হবে। রিপোর্টে উল্লেখ করতে হবে প্রার্থীর জেলা, জাতি, শ্রেণি-সহ সমস্ত তথ্য।’’

Advertisement

বিগত কয়েক বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ হয়েছিল দু’বছর। ২০২১ সালে এবং তারও বছর পাঁচেক আগে, ২০১৬ সালে। নিয়োগ দুর্নীতি নিয়ে যে শোরগোল চলছে তা মূলত ২০১৬-য় নেওয়া ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের নিয়েই। বিচারপতি সেই নিয়োগ প্রক্রিয়ারই বিশদ তথ্য প্রকাশ করতে বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। একই সঙ্গে তাঁর নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ