জেলা 

চন্ডিপুর বিড়লামোড়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: চন্ডিপুর বিড়লামোড় গ্রামবাসী ও ব্যবসায়ীবৃন্দের পরিচালনায় তিন দিন ব্যাপি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এই বিষয়বস্তু ছিল “দেশের অগ্রগতির জন্য সুস্থ ও প্রীতিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরী” উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ডাইরেক্টর দ্য কোরআন স্টাডী সার্কেল জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব, স্থানীয় বিধায়ক শ্রী অশোক দেব,ইসলামিক এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক জনাব মসিউর রহমান সাহেব, বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক, শ্রী ছোটন দাস, আস সিফা হাসপাতালের ডাইরেক্টর ডঃ ফারুক উদ্দিন পুরকায়েত,দারদে মিল্লাতে এডুকেশন সোসাইটি চেয়ারম্যান জনাব আমজাদ আলী আনসারী সাহেব।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব বলেন, আমাদেরকে সম্প্রীতি রক্ষার্থে ঐক্য থাকতে হবে এবং একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করতে হবে। এবং শিক্ষার আলো সর্বত্রভাবে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।”

Advertisement

শ্রী ছোটন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন,”এখন ইতিহাস বিকৃতি করা হচ্ছে তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং তার সাথে সাথে সকলকে ঐক্য থাকার আহ্বান জানাই।”

জনাব মশিউর রহমান সাহেব বলেন,”এখন এক বিভেদ কামি শক্তি নিজেদের মধ্যে ভাগাভাগি করতে চাইছে এটা আমাদের সকলকে ঐক্য হয়ে রুখে দিতে হবে।”

উক্ত অনুষ্ঠানের সম্পাদক সেখ মহিউদ্দিন (লাল) বলেন, “এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে করে আসছি এলাকার সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যাতে করে মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।”

এই অনুষ্ঠান মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বাচ্চা থেকে বয়স্ক সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব সমাপ্ত ঘোষণা করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ