কলকাতা 

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব সিবিআইয়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত শুক্রবার সিবিআই তল্লাশি চালিয়েছিল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে। একইসঙ্গে সিবিআই তল্লাশি চালায় তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে। এই দুইজনের কাছ থেকে পাওয়া প্রাপ্ত নথির ভিত্তিতে তেহট্টে বিধায়ক তাপস সাহাকে ডেকে পাঠালো সিবিআই। আরো জানা গেছে বিধায়ক তাপস সাহার ছেলে কর্নাটকে থাকেন সেখানেও সিবিআই তদন্ত করেছে এবং তল্লাশি করেছে সেখান থেকে পাওয়া প্রাপ্ত নথির ভিত্তিতেও তাপস সাহা কে জেরা করার জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।

জানা গেছে তাকে বুধবার ডেকে পাঠানো হলেও তিনি সম্ভবত মঙ্গলবার যেকোনো সময় সিবিআই দফতরে যেতে পারেন।

Advertisement

শুক্রবার, ইদের আগের দিন বিকেলে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তল্লাশি চালান তাপসের বাড়ি, তাঁর আপ্তসহায়কের বাড়ি, এমনকি, বাড়ির পাশে পুকুরপাড়েও। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে তাপসেরও বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরই দলের বেশ কিছু নেতা।

সেই সব অভিযোগের জেরেই শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তাপসের বাড়িতে শুরু হয় সিবিআইয়ের তল্লাশি। পাশাপাশি চলতে থাকে তাপসকে জিজ্ঞাসাবাদ পর্বও। পর দিন ভোর সওয়া ৬টা পর্যন্ত চলে সিবিআইয়ের অভিযান। প্রায় ১৫ ঘণ্টার ওই অভিযানের পর তাপসের বাড়ি থেকে কিছু নথি পাওয়া গেলেও তাপসকে সেদিন গ্রেফতার করেনি সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছিল, তাপসের বাড়ির পাশের পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। যদিও তাপসকে সেই নথিসংক্রান্ত বিষয়ে ডাকা হয়নি। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহে কর্নাটক এবং রাজ্যের ছ’টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের দল। সেখান থেকেও কিছু নথি পাওয়া গিয়েছে। সে ব্যাপারে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, তাপস সাহা নাকি ডব্লিউবিসিএস পদে নিয়োগে দুর্নীতি সঙ্গে যুক্ত আছেন বলে সূত্রের খবর। এইসব বিষয়ে জানার জন্যই তেহট্টের  বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে সেই ডেকে পাঠানো হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ