কলকাতা 

পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তের সিবিআই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এবার পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তেও সিবিআই করবে বলে, নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবার এই নির্দেশ প্রদান করতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই।

আগামী ২৮ এপ্রিল তদন্তের প্রাথমিক রিপোর্ট দেবে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলা সংক্রান্ত শুনানিতে শুক্রবার ইডির আইনজীবী হাই কোর্টকে জানান, ইতিমধ্যেই রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি তাঁদের হাতে এসেছে। তথ্য মিলেছে ১০০ কোটি টাকারও বেশি লেনদেনের। এ বিষয়ে বেশ কিছু নথি আর এক তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে বলেও জানান ইডির আইনজীবী।

Advertisement

তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘চাইলে নতুন এফআইআর দায়ের করে এ বিষয়ে তদন্ত করতে পারবে সিবিআই।’’ সেই সঙ্গে সিবিআই আইনজীবীর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘এই ব্যাপক দুর্নীতির তদন্ত আর কত জন আধিকারিক আপনাদের লাগবে আমাকে জানান।’’

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ