কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই । আজ সোমবার দেশের শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তার মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে এই অভিযোগের প্রেক্ষিতে আলিপুরে নিম্ন আদালত এবং থানায় অভিযোগ দায়ের করেছিলেন জেলবন্দী কুন্তল ঘোষ। এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন করেন কেন্দ্রীয় এজেন্সি।

এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিম্ন আদালতকে নির্দেশ দেন এখনই কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে কোন ব্যবস্থা নেওয়া যাবে না। একই সঙ্গে কলকাতা পুলিশকেও অনুরূপ নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিনে তিনি কেন্দ্রীয় এজেন্সিকে বলেন প্রয়োজন হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলার জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সেই আবেদনের শুনানিতে সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে এখনই কেন্দ্রীয় এজেন্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না তবে মনে করা হচ্ছে আপাতত স্থগিতাদেশ দিলেও পরবর্তীকালে এই স্থগিতাদেশ তুলে নিতে পারে শীর্ষ আদালত।

Advertisement:

কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ দীর্ঘ দিন ধরেই অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। জেল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সে প্রসঙ্গে চিঠিও লিখেছিলেন কুন্তল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ