প্রচ্ছদ 

রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনশনে বসছেন কংগ্রেস নেতা শচীন পাইলট ! কেন অনশন জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধী যতই চেষ্টা করুক না কেন কংগ্রেসকে সামনের সারিতে তুলে আনতে দলের কয়েক জন বিশ্বাসঘাতকের জন্য তা সম্ভব হচ্ছে না । এরা দলের চেয়ে নিজেদের ক্ষমতাকে বেশি ভালবাসেন । তাই আসন্ন বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকী রয়েছে এই অবস্থায় নিজের দলের সরকারের বিরুদ্ধে অনশেনে বসছেন  রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পায়লট। রাজনৈতিক মহল বলছে, সরকার নয়, শচীনের নিশানায় আসলে মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলটকে বিঁধতেই শচীন টেনে এনেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে। শচীনের ঘোষণা, আগামী মঙ্গলবার দিন তিনি এক দিনের প্রতীকী অনশনে বসবেন।

শচীনের অভিযোগ, বসুন্ধরা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে সব দুর্নীতির ঘটনা ঘটেছে, তার তদন্তের প্রতিশ্রুতি দিয়ে ২০১৮-তে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। কিন্তু পাঁচ বছর কাটতে চলল, তদন্তের নামগন্ধ নেই। এ জন্য সরাসরি গেহলটকে আক্রমণ করেছেন শচীন। তাঁর দাবি, যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের আশীর্বাদ পেয়েছিল কংগ্রেস, সেই কাজ না করা হলে মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করবেন। তাই নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার আগেই তদন্ত শুরু করে দিতে হবে।

Advertisement

শচীন বলছেন, ‘‘প্রতিশ্রুতি অপূর্ণ রেখে আমরা ভোটে যেতে পারি না। আমাদের হাতে প্রমাণ আছে। ব্যবস্থা নেওয়া উচিত ছিল। প্রকৃত তদন্ত করানো উচিত ছিল। আবার একটা ভোট আসছে। ক’দিনের মধ্যেই নির্বাচনী আচরণবিধিও জারি হয়ে যাবে। মানুষের কাছে কী জবাব দেব?’’

কিন্তু নিজের দলেরই সরকারের বিরুদ্ধে এ ভাবে প্রকাশ্যে সরব হওয়াকে বিরোধীরা ‘ইস্যু’ করবে না? শচীন বলেন, ‘‘রাজ্যে আমাদের সরকার চলছে। আমাদেরই ব্যবস্থা নিতে হবে। যাতে মানুষ ভরসা পান, এই সরকার তাদের কথা অগ্রাধিকারের ভিত্তিতে দেখে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ